×

প্রথম পাতা

টিকা নিয়ে স্বাস্থ্যমন্ত্রী

পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়ে খতিয়ে দেখছে সরকার

Icon

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়ে  খতিয়ে দেখছে সরকার
কাগজ প্রতিবেদক : কোভিড-১৯ প্রতিরোধী অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা টিকার পার্শ্বপ্রতিক্রিয়ার বিষয়টি নিয়ে স্বাস্থ্য বিভাগ উদ্বিগ্ন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বাংলাদেশে এই টিকা যারা নিয়েছেন, তাদের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কিনা তা খুঁজে দেখতে স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি। ‘সার্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে টিকাদান কর্মসূচি’কে শক্তিশালী করার লক্ষ্যে আয়োজিত সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে মন্ত্রী এসব কথা জানান। গতকাল বুধবার সকালে সিরডাপ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। ডা. সামন্ত লাল সেন বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নিয়ে সমালোচনা হচ্ছে। কিছু দেশে পার্শ্বপ্রতিক্রিয়ায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও জানা গেছে। আমরাও অ্যাস্ট্রাজেনেকার টিকা নিয়েছি। এই টিকা তুলে নেয়ার বিষয় আমরা শুনেছি। তবে আমাদের দেশে এ রকম কোনো পার্শ্বপ্রতিক্রিয়ার রিপোর্ট আমরা এখনো পর্যন্ত পাইনি। তবে কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে কিনা, তা খুঁজে দেখতে হবে। বিষয়টি জানার পরে ইতোমধ্যেই আমি স্বাস্থ্য অধিদপ্তরকে নির্দেশনা দিয়েছি। যাদের এই টিকা দেয়া হয়েছে তাদের ওপর জরিপ করে আমাকে রিপোর্ট দেবে। যতক্ষণ পর্যন্ত আমি না জানব আমাদের দেশে কতটুকু পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে, ততক্ষণ পর্যন্ত আমি এই ব্যাপারে কিছু বলতে পারব না। তবে আমরা এটি নিয়ে উদ্বিগ্ন। আসছে বর্ষায় ডেঙ্গু নিয়ে পরিকল্পনা সম্পর্কে জানতে চাইলে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ডেঙ্গু এমন একটা রোগ এটা নিয়ন্ত্রণে শুধু স্বাস্থ্য মন্ত্রণালয় না দুইটা মন্ত্রণালয়কে এক সঙ্গে কাজ করতে হবে। আমরা যদি ডেঙ্গুর উৎস বন্ধ না করতে পারি তাহলে যতই হাসপাতাল বানাই না কেন এটা বন্ধ হবে না। আশা করি, আমাদের হাসপাতালের যে সক্ষমতা রয়েছে, আমাদের ডাক্তাররা ডেঙ্গু চিকিৎসায় অত্যন্ত দক্ষ। আমি একটা অনুরোধ করব জ্বর হলে সবাই যেন সরকারি ডাক্তারদের পরামর্শ নেন। দেরি করলেই মৃত্যু ঝুঁকি বাড়ে। ডেঙ্গু প্রতিরোধে ইতোমধ্যে আমরা অনেক আলোচনা করেছি। ডেঙ্গু চিকিৎসায় যেন কোনো সরঞ্জাম সংকট তৈরি না হয় এবং দাম না বাড়ে সে নির্দেশ দেয়া হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App