×

প্রথম পাতা

টি-টোয়েন্টি

দলে ফিরলেন সাকিব-সৌম্য মোস্তাফিজ

Icon

প্রকাশ: ০৯ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

কাগজ প্রতিবেদক : জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টিতে জাতীয় দলের স্কোয়াডে ফিরলেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। চোট কাটিয়ে সৌম্য সরকারও ফিরেছেন ১৫ সদস্যের দলে। বাদ পড়েছেন পারভেজ হোসেন ইমন ও আফিফ হোসেন ধ্রæব আর পেসার শরীফুল ইসলামকে বিশ্রাম দেয়া হয়েছে। প্রথম তিন ম্যাচ জিতে সিরিজে ৩-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ঘরের মাঠে টাইগারদের সর্বশেষ আন্তর্জাতিক সিরিজ এটি। ইতোমধ্যে স্বাগতিকরা সিরিজ নিশ্চিত করে ফেলায় শেষ দুই ম্যাচ হয়ে গেছে অনেকটা আনুষ্ঠানিকতা রক্ষার লড়াই। মিরপুরে আগামী ১০ মে চতুর্থ টি-টোয়েন্টি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। ১২ মে সকাল ১০টায় পঞ্চম ও শেষ টি-টোয়েন্টি ম্যাচ শুরু হবে। জিম্বাবুয়ের বিপক্ষে চতুর্থ ম্যাচের মধ্য দিয়ে বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান ১০ মাস পর আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ফিরেছেন। আইপিএল থেকে ফেরার পর মোস্তাফিজকে বিশ্রাম দেয়া হয়, ডিপিএল খেলতে সাকিবকে ছুটি দেয়া হয় এবং চোটের পর পুনর্বাসনের কারণে দলে ছিলেন না সৌম্য। অবশেষে তাদের তিনজনকেই দলে ফেরানো হয়েছে । এখন ও বিশ্বকাপের দল ঘোষণা না হলেও দল চূড়ান্ত হয়েছে বলে জানিয়েছেন বিসিবির সভাপতি নাজমুল হাসেন পাপন। জিম্বাবুয়ে সিরিজের আগে প্রাথমিক ক্যাম্পে সুযোগ পাওয়াদের মধ্য থেকেই চূড়ান্ত দল গঠন করা হবে বলে জানানো হয়েছিল। সেই ক্যাম্পে সাকিব, মোস্তাফিজ না থাকলেও বিশ্বকাপের দলে তাদের থাকা নিশ্চিত বলে জানানো হয়েছিল। সে হিসেবে জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা পর্বের স্কোয়াড থেকে বিশ্বকাপের স্কোয়াডে খুব বেশি পরিবর্তন হবে না বলেই মনে করছেন অনেকেই। শেষ দুই ম্যাচে দলে তিনটি পরিবর্তন নিয়ে কথা বলেছেন বিসিবির নির্বাচক আবদুর রাজ্জাক। বিসিবির ভিডিওবার্তায় শরীফুলকে বিশ্রাম দেয়া নিয়ে রাজ্জাক বলেছেন, ‘শরীফুলকে বিশ্রাম দেয়া হয়েছে পরিবারকে সময় দেয়ার জন্য।’ গত ১ মে আইপিএলে নিজের শেষ ম্যাচটা খেলে বাংলাদেশে ফেরেন মোস্তাফিজ। ৩ মে থেকে শুরু হওয়া জিম্বাবুয়ে সিরিজের প্রথম তিন ম্যাচে খেলেননি এই পেসার। তার ব্যাপারেও একই ব্যাখ্যা দিয়েছেন রাজ্জাক, ‘সে যখন ভারত থেকে এসেছে, তার সঙ্গে কথা বলেই ঠিক করা হয়েছে যে, পরিবারকে একটু সময় দেয়ার দরকার আছে। অনেক দিন ধরেই ক্রিকেটের মধ্যে রয়েছে।’ সৌম্যর অন্তর্ভুক্তি ও পারভেজের বাদ পড়া প্রসঙ্গে রাজ্জাকের ব্যাখ্যা, ‘সৌম্য সরকার ও পারভেজ ইমনের ব্যাপারটা যেটা, সৌম্য যেহেতু চোটে ছিল, ও এখন খেলার জন্য ফিট হয়েছে। আমরা চাই ওকে ম্যাচ পরিস্থিতিতে দেখতে, ও কী অবস্থায় আছে তা বুঝতে। এ জন্য পরিবর্তনটা করা। সাকিবের দলে ফেরা নিয়ে রাজ্জাক বলেছেন, ‘স্বাভাবিকভাবেই সাকিব তো ছুটিতে ছিল। ছুটি থেকে আসার পর প্রিমিয়ার লিগ খেলেছে এবং আমাদের চিন্তাতেই ছিল, বিশ্বকাপ খেলার আগে কিছু আন্তর্জাতিক ম্যাচ খেলবে। শেষ দুটি টি-টোয়েন্টির জন্য আমরা ওকে আগে থেকেই চিন্তা করে রেখেছিলাম।’ বাংলাদেশ স্কোয়াড : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), লিটন কুমার দাশ, তানজিদ হাসান তামিম, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, সৌম্য সরকার, তানভীর ইসলাম ও সাইফ উদ্দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App