×

ফিচার পাতা

পাঁচ হাজারি ক্লাবে ধোনি

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 পাঁচ হাজারি ক্লাবে ধোনি
ক্যারিয়ারের ক্রান্তিলগ্নে পৌঁছে গিয়েছেন তিনি। তবে ব্যাট হাতে এখনো উজ্জ্বল স্বাক্ষর রেখে যাচ্ছেন ক্রিকেটের মাঠে। বলা হচ্ছিল ভারতের কিংবদন্তি উইকেটকিপার ব্যাটার মাহেন্দ্র সিং ধোনির কথা। আইপিএলের এবারে আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলছেন কিংবদন্তি এই উইকেটকিপার ব্যাটার। সর্বশেষ ম্যাচে মাঠে নেমেই একাধিক বিরল রেকর্ড গড়ে ফেলেন ৪২ বছর বয়সি এই ক্রিকেটার। বিশ্বের সর্ববৃহৎ ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ইতিহাসে প্রথম উইকেট কিপার-ব্যাটার হিসেবে ৫ হাজার রানের ব্যক্তিগত সংগ্রহ করে ফেলেন তিনি। তাও এক দুর্দান্ত ইনিংস খেলে। শুক্রবার চেন্নাইয়ের হয়ে মাত্র ৯ বলে ২৬ রানের দুর্দান্ত ইনিংস হাঁকান এই কিংবদন্তি। মাত্র ৯ বল মোকাবিলা করে ২ ছক্কা ও ৩ চারে। আর এতেই আইপিএলের ইতিহাসে প্রথম উইকেটকিপার ব্যাটার হিসেবে ৫ হাজার রান পূর্ণ করেন ধোনি। আইপিএলে ধোনির সবমিলিয়ে রান ৫ হাজার ১৬৯ রান। ২৫৭টি ম্যাচের ২২৩টি ইনিংসে ব্যাট করে এই রান সংগ্রহ করেছেন তিনি। তবে ২৫৭টি ম্যাচের মধ্যে ধোনি উইকেটকিপিং করেছেন ২৫০টি ইনিংসে। অর্থাৎ ৭টি ম্যাচে তিনি উইকেটকিপিং করেননি। উইকেটকিপার হিসেবে মাঠে নামা ম্যাচে ব্যাট করতে নেমে ধোনি ৫ হাজার রানের মাইলফলক টপকান। এছাড়াও তিনি সেই ম্যাচে আরো কয়েকটি রেকর্ড গড়েছেন। আইপিএলের ইতিহাসে ২০তম ওভারে সর্বোচ্চ ছক্কা মারার রেকর্ডটিও ৪২ বছর বয়সি এই কিংবদন্তির। আইপিএলের ইতিহাসে বিশতম ওভারে ধোনির ছক্কা সর্বোচ্চ ৬৫টি। এদিকে দ্বিতীয় সর্বোচ্চ ৩৩টি ছক্কা মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে খেলা কিরন পোলার্ডের। ২০২২ সালে রবীন্দ্র জাদেজা তার স্থলাভিষিক্ত হওয়ার পর কয়েকটি ম্যাচ বাদে মাহেন্দ্র সিং ধোনি তার পুরো ক্যারিয়ারে চেন্নাইয়ের নেতৃত্বে ছিলেন। এছাড়া ধোনি একই মৌসুমে আবার হাল ধরেছেন যখন চেন্নাই খারাপ খেলা শুরু করে। সব মিলিয়ে ধোনি মোট ২৪৯-২৩৫টি ম্যাচে চেন্নাইয়ের নেতৃত্ব দিয়েছেন। তিনি ২১২টি আইপিএল ম্যাচে দলকে নেতৃত্ব দিয়েছেন, ১২৮টি জিতেছেন এবং হেরেছেন ৮২টিতে। ধোনির অধিনায়কত্বকালে চেন্নাই সুপার কিংস আইপিএলে ৫টি শিরোপা জিতেছে- ২০১০, ২০১১, ২০১৮, ২০২১ এবং ২০২৩ সালে। এছাড়াও ১০ বার দলকে ফাইনালে পৌঁছে দিয়েছেন। দলটি এই সময়ের মধ্যে মাত্র দুবার প্লে অফে উঠতে ব্যর্থ হয়েছে। চেন্নাই ছাড়া ধোনি রাইজিং পুনে সুপারজায়ান্টসের হয়েও খেলেছিলেন। :: মো. রিয়াজ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App