×

গ্যালারি

অরেঞ্জ ক্যাপ হারাতে চান না কোহলি

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অরেঞ্জ ক্যাপ হারাতে চান না কোহলি
ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে বল হাতে শীর্ষে অবস্থান করলে যেমন মাথায় স্বীকৃতির মুকুটসরূপ পার্পল ক্যাপ উঠে, ঠিক তেমনি ব্যাট হাতে সর্বোচ্চ রান করা ব্যাটারের স্বীকৃতিতে থাকে অরেঞ্জ ক্যাপ। বল হাতে পার্পল ক্যাপ চেন্নাইয়ের মোস্তাফিজুর রহমান, রাজস্থান রয়্যালসের চাহাল এবং সর্বশেষ মুম্বাই ইন্ডিয়ান্সের জাস্প্রিত বুমরার মাথা পর্যন্ত এসেছে। তবে ব্যাট হাতে শীর্ষে থাকা বেঙ্গালুরুর বিরাট কোহলির মাথায় অক্ষুণ্ন রয়েছে সেরা ব্যাটারের স্বীকৃতির মুকুট অরেঞ্জ ক্যাপ। আইপিএলে বেঙ্গালুরুর হয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ৩৭৯ রানের ব্যক্তিগত সংগ্রহ বিরাট কোহলির। সাবেক ভারতীয় এই অধিনায়ক ৬৩.১৬ গড়ে এবং ১৫০.৩৯ স্ট্রাইক রেটে ৩৭৯ রান সংগ্রহ করেছেন। যা ব্যক্তিগত রানের সংগ্রহে একটি আদর্শ অঙ্ক। তবে তার দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু টেবিলের তলানিতে অবস্থান করছে। রবিবার তাদের টানা ষষ্ঠ হারের পরে এবং এই মৌসুমে আটটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে বেঙ্গালুরু। কোহলির সঙ্গে অরেঞ্জ ক্যাপ দখলের লড়াইয়ে তার সবচেয়ে কাছের প্রতিযোগী সানরাইজার্স হায়দরাবাদের ট্রাভিস হেড। এখন পর্যন্ত ৬ ইনিংস খেলে দ্বিতীয় সর্বোচ্চ ৩২৪ রানের ব্যক্তিগত সংগ্রহ এই অজি ব্যাটারের। এছাড়াও স্ট্রাইক রেটেও এগিয়ে রয়েছেন তিনি। বিরাট কোহলির স্ট্রাইক রেট যেখানে ১৫০.৩৯, সেখানে ট্রাভিস হেডের স্ট্রাইক রেট ২১৬। সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় শীর্ষ তিনে রয়েছে রাজস্থান রয়্যালসের রিয়ান পারাগ। আইপিএলে ব্যাট হাতে এই ব্যাটারের সংগ্রহ ৩১৮। একসঙ্গে এ পর্যন্ত ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছে তার দল রাজস্থান রয়্যালস। সেক্ষেত্রে আগামী যে কোনো অবস্থায় অরেঞ্জ ক্যাপ দখল করে নিতে পারেন এই দুই ব্যাটার। তবে কোহলির সর্বোচ্চ প্রচেষ্টা অরেঞ্জ ক্যাপ ধরে রেখে আরেকটি অনন্য রেকর্ড গড়ে তোলার। তবে আইপিএলে তার দল বেঙ্গালুরু যেহেতু টেবিলের তলানিতে অবস্থান করছে সেহেতু টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার আশঙ্কাও প্রবল। ফলে কাছের দুই প্রতিদ্বদ্বী ট্রাভিস হেড ও রিয়ান পারাগের সঙ্গে পাল্লা দিয়ে পুরো টুর্নামেন্টে সাফল্যের মুকুট অরেঞ্জ ক্যাপ ধরে রাখতে পারবেন কিনা তা একটি বিতর্কের বিষয়। এদিকে অরেঞ্জ ক্যাপ হোল্ডার ছাড়াও গত রবিবার বেঙ্গালুরুর হয়ে আইপিএলে একটি অনন্য রেকর্ড গড়ে ফেলেন কোহলি। আইপিএলে বেঙ্গালুরুর হয়ে সর্বোচ্চ ২৫০টি ছক্কা হাঁকান তিনি। :: রিয়াজ উল্লাহ

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App