×

ফিচার পাতা

ক্লাব পরিচিতি

লেভারকুসেন

Icon

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

লেভারকুসেন
বায়ার লেভারকুসেন ফুটবল যা সাধারণত বায়ার লেভারকুসেন নামে পরিচিত। বায়ার লেভারকুসেন হচ্ছে- ১৯০৪ সালের ১ জুলাইয়ে প্রতিষ্ঠিত পশ্চিম জার্মানির নর্থ রাইন ওয়েস্টপালিয়া রাজ্যের লেভারকুসেন শহরভিত্তিক একটি পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে জার্মানির শীর্ষ স্তরের ফুটবল লিগ বুন্দেসলিগায় খেলে। জার্মানির সর্ববৃহৎ মাল্টিন্যাশনাল ওষুধ প্রস্তুতকারী কোম্পানি বায়ার এজিতে কর্মরত থাকা অবস্থায় উইলহেম হসচাইল্ড নামের এক ব্যক্তি, ১৯০৩ সালের ২৭ নভেম্বর তৎকালীন বায়ার অ্যান্ড কোম্পানির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তার সঙ্গে কাজ করা ১৭০ জন কর্মকর্তার স্বাক্ষর সংবলিত একটি চিঠি লিখেন, যেখানে একটি স্পোর্টস ক্লাব খোলার ব্যাপারে কোম্পানির সাহায্য চাওয়া হয়। তারই ফলে ১৯০৪ সালের ১ জুলাই কোম্পানির পৃষ্ঠপোষকতায় টিএসবি লেভারকুসেন নামে একটি ক্রীড়া দল হিসেবে যাত্রা শুরু করে, যার সদস্যরা অ্যাতলেট, জিমন্যাস্ট, ফুটবল, ফিল্ড হ্যান্ডবল, টেনিস ও হকি খেলায় ও অংশগ্রহণ করত। ১৯৯৯ সালে প্রথমবারের মতো স্পোর্টস ক্লাব থেকে ফুটবলকে আলাদা করে বায়ার লেভারকুসেন নামে পৃথক একটি ফুটবল ক্লাব খোলা হয়। বায়ার্ন লেভারকুসেন সর্বপ্রথম ১৯৯৭ সালে জার্মান ফুটবলের সর্বোচ্চ আসর বুন্দেসলিগায় খেলার সুযোগ পায়। বায়ার লেভারকুসেন তাদের সব হোম ম্যাচ লেভারকুজেনে বেএরিনা স্টেডিয়ামে খেলে থাকে। যার ধারণক্ষমতা হচ্ছে ৩০,৮১০ দর্শকের। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন জাবি আলোনসো এবং সভাপতির দায়িত্ব পালন করছেন ফের্নান্দো কারো। ফিনীয় গোলরক্ষক লুকাস রাদেকি এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন। লেভারকুসেন ২০২৩-২৪ মৌসুমের শিরোপা জয়ের মাধ্যমে প্রথমবারের মতো বুন্দেসলিগার শিরোপা জয় করল। :: কাগজ ডেস্ক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App