×

ফ্যাশন

ক্যাসপারস্কিকে লিডার হিসেবে স্বীকৃতি

Icon

প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

২০২৪ সালে, কোয়াড্র্যান্ট নলেজ সল্যুশনস-এর, স্পার্ক ম্যাট্রিক্স: ডিজিটাল থ্রেট ইন্টেলিজেন্স ম্যানেজমেন্ট থেকে ক্যাসপারস্কিকে ধারাবাহিকভাবে দ্বিতীয়বারের মতো ‘লিডার’ হিসেবে স্বীকৃতি দেয়া হয়েছে। এই স্বীকৃতিটির মাধ্যমে আরো একবার প্রমাণিত হয় যে, উন্নত প্রযুক্তি এবং গ্রাহক সেবার মানের দিক দিয়ে, ক্যাসপারস্কিই সবার চেয়ে এগিয়ে রয়েছে।

এক্সডিআর এবং এসওসি-এর মর্ডানাইজেশন রিপোর্ট অনুসারে, ২৪% কোম্পানি বলেছে, যখনই তাদের সামনে কোনো সাইবার থ্রেট আসে, তারা তার বিরুদ্ধে দ্রুত কোনো ব্যবস্থা নিতে পারে না। এই সমস্যাটার মূল কারণ হচ্ছে, একটি সঠিক “অ্যাডভান্সড থ্রেট ইন্টেলিজেন্স”-এর অভাব। “অ্যাডভান্সড থ্রেট ইন্টেলিজেন্স” যেকোনো কোম্পানিকে তাদের সাইবার রিস্ক সম্পর্কে সবধরনের গুরুত্বপূর্ণ সব তথ্য দিয়ে, সাইবার রিস্কটি রোধে দরকারি পদক্ষেপ নিতে সাহায্য করে থাকে। এই অভাব পূরণের জন্য, যেকোনো কোম্পানির সবার প্রথমে একটি বিশ্বস্ত সাইবার সিকিউরিটি সেবা প্রদানকারী সংস্থার সাহায্য নিতে হবে।

কোয়াড্র্যান্ট নলেজ সল্যুশনস-এর স্পার্ক ম্যাট্রিক্স, “ডিজিটাল থ্রেট ইন্টেলিজেন্স” নিয়ে বিস্তারিত বিশ্লেষণ প্রকাশ করে থাকে। এই বিশ্লেষণের মাঝে থাকে - বাজারের গতিশীলতা, গুরুত্বপূর্ণ সব ট্রেন্ড, সেবা প্রদানকারী সংস্থার বিবরণ, এবং প্রতিযোগিতামূলক বাজারে তাদের অবস্থান। এটি যেকোনো কোম্পানিকে সেবা প্রদানকারী সংস্থাগুলোর সক্ষমতা এবং বাজারে তাদের অবস্থান নিয়ে গভীরভাবে বুঝতে সহায়তা করে। পরপর দুই বছর, কোয়াড্র্যান্ট নলেজ সল্যুশনস ক্যাসপারস্কিকে উন্নত প্রযুক্তি এবং গ্রাহক সেবা – এই দুটি ক্ষেত্রে উচ্চ রেটিং প্রদান করেছে। এখানে একটি বিষয় জোর দেয়া হয়েছে যে ক্যাসপারস্কি যেকোনো কোম্পানির সিকিউরিটি টিমকে তার সাইবার থ্রেট নিয়ে নিখুঁতভাবে বিশ্লেষণ প্রদান করে যা তাদের থ্রেটটি শনাক্ত করতে, এবং এর বিরুদ্ধে সময়মতো ব্যবস্থা গ্রহণ করে সাহায্য করে।

উল্লেখ্য, ২০১৭ সাল থেকে, ক্যাসপারস্কি-এর গেøাবাল রিসার্চ অ্যান্ড আনালাইসিস টিম ৭০টিরও বেশি অত্যাধুনিক সাইবার হামলাকে শনাক্ত এবং ধ্বংস করেছে। আজ অবদি এই ধারা অব্যাহত রয়েছে। বিনামূল্যে একে পরীক্ষা করে দেখতে চাইলে ভিজিট করুন ক্যাসপারস্কির ওয়েবসাইটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

দফায় দফায় পিটিয়ে মেরে ফেলা হয় জাবির সাবেক ছাত্রলীগ নেতাকে

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান গ্রেপ্তার

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

‘মব জাস্টিস’ নিয়ে নিজেদের অবস্থান জানালেন সমন্বয়ক নাহিদ, সারজিস ও হাসনাত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App