কার ডিজাইন করা পোশাকে রাধিকা
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আম্বানিদের দীর্ঘ বিয়ের আয়োজনের গ্র্যান্ড ফিনালে ছিল গত ১২ জুলাই। ভারতের সবচেয়ে আলোচিত ধনী পরিবার আম্বানিদের ছোট ছেলে অনন্ত আম্বানি আর রাধিকা মার্চেন্টের বিয়ে উপলক্ষে অনুষ্ঠিত হয় এক অত্যন্ত জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। আর অপেক্ষার পর বিয়ের কনে রাধিকা অবশেষে সকলের সামনে এলেন। ট্রেন্ড ভাঙলেন রাধিকা মার্চেন্ট। বিয়ের সাজে ভারতের বিখ্যাত ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা কিংবা সব্যসাচী মুখোপাধ্যায়কে বেছে নেননি তিনি। বরং অন্য ফ্যাশন ডিজাইনারের পোশাকে নিজেকে বধূ বেশে সাজিয়েছেন। শুধু রাধিকাই নন, শাশুড়ি নীতা আম্বানিও ছেলের বিয়ের আসরে সেজেছিলেন সে ফ্যাশন ডিজাইনারের পোশাকেই। আম্বানি পরিবারের পুত্রবধূ রাধিকা তার বিয়েতে পরেছেন ফ্যাশন হাউস আবু জানি ও সন্দীপ খোসলার ডিজাইন করা পোশাক। এ প্রতিষ্ঠানের সহ-মালিক সন্দীপ খোসলা। রাধিকার বিয়ের পোশাক তৈরির দায়িত্ব আম্বানি পরিবার তার কাছে দিলে সন্দীপ তার জন্য তৈরি করেন গুজরাটের ঐতিহ্যবাহী ‘পানেটর’ লেহেঙ্গা। সাদার শুভ্রতায় সামান্য লাল রঙের ছটার রাজকীয় ডিজাইনের লেহেঙ্গা নজর কাড়ে সবার। ফ্যাশন দুনিয়াতেও ঝড় তুলেছে রাধিকার বিয়ের সাজ ও তার পোশাক। সাথে ডলি জৈনের ড্রেপিংয়ে এই পোশাকটি রাধিকাকে খুব বেশি মানিয়েছে, বলতেই হয়। রিয়া কাপুর, শিরীন ও সানিয়া কাপুর মিলে স্টাইলিং করেছেন রাধিকার কনের লুক । আইভরি জারদৌসি কাটওয়ার্কে মেঝে-ছোঁয়া ঘাগড়ার সঙ্গে আলাদা ট্রেইল জুড়ে দেওয়া হয়েছে লাল রঙের। মাথায় ৫ মিটার লম্বা ঘোমটার পাশাপাশি কাঁধে সংযুক্ত টিস্যুর দোপাট্টা। ৮০ ইঞ্চির লম্বা লাল ট্রেইলে জারদৌসির কাজ। ফোর্বসের রিপোর্ট বলছে, ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে ৫ হাজার কোটি রুপির বেশি খরচ করেছেন মুকেশ আম্বানি, যা নাকি আম্বানিদের বার্ষিক আয়ের মাত্র ০.৫ শতাংশ। উল্লেখ্য, অনন্ত ও রাধিকার মহাবিবাহ অনুষ্ঠানের পর গতকাল শনিবার ছিল শুভ আশীর্বাদ এবং আজ রবিবার হবে জমকালো বিবাহোত্তর সংবর্ধনা বা মঙ্গল উৎসব।