দুষ্ট কোকিলের ভাইরাল পোশাক
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
তুফান ছবির দুষ্ট কোকিল গানের সুবাধে অভিনেত্রী মিমি চক্রবর্তীতে বুদ গোটা দুই বাংলা। পাশাপাশি তার সৌন্দর্য এবং ফ্যাশন সেন্সও সবাইকে মুগ্ধ করে নেটিজেনদের। দুষ্ট কোকিলের রেশ যেতে না যেতেই গøসি সাটিনের ড্রেসে কিলার লুকে আবার হাজির মিমি। স¤প্রতি সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা সেই ছবিতে মিমি চক্রবর্তীর গø্যামার দেখে হু হু করে ভাইরাল ছবি! আর ফ্যাশনিস্তারাও যথেষ্ট প্রশংসা করেন। মিমির পোশাকটি যেন মনসুন ফ্যাশনে সুপারফিট। সাটিন সিল্কের পোশাক বর্ষায় পরার জন্য বেশ আদর্শ। তাছাড়া এমন উজ্জ্বল রঙের পোশাক মেঘলা দিনে মুহূর্তেই প্রত্যেকের মন ভালো করে দিতে পারে।