‘সোনাই মাধব’র ২০০তম মঞ্চায়ন
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
নাট্য সংগঠন লোক নাট্যদলের সাড়া জাগানো প্রযোজনা ময়মনসিংহ গীতিকার আখ্যান ‘সোনাই মাধব’ ২০০তম মঞ্চায়নের মাইলফলক অর্জন করতে যাচ্ছে। আজ শনিবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরীক্ষণ থিয়েটার হলে সোনাই মাধবের ২০০তম মঞ্চায়ন অনুষ্ঠিত হবে। আয়োজনটি নাটকটির অন্যতম দুই প্রধান অভিনয়শিল্পী প্রয়াত জাহিদুর রহমান পিপলু ও আসলাম শিশিরের স্মৃতির উদ্দেশ্যে নিবেদন করা হয়েছে। ২০০তম মঞ্চায়নের আগে ‘সোনাই মাধব’ নাটকে এ পর্যন্ত যারা অভিনয় করেছেন ও নেপথ্যে যুক্ত ছিলেন তাদের সবাইকে শুভেচ্ছা স্মারক প্রদান করা হবে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত সচিব খলিল আহমদ এবং ইন্টারন্যাশনাল থিয়েটার ইনস্টিটিউট, বাংলাদেশ কেন্দ্রের সাধারণ সম্পাদক দেবপ্রসাদ দেবনাথ। এছাড়া নাট্যাঙ্গনের বিশিষ্ট ব্যক্তি ও নাট্যকর্মীরা উপস্থিত থাকবেন।
:: মেলা প্রতিবেদক