৫ মাল্টিপ্লেক্সে ‘আজব কারখানা’
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
শুক্রবার দেশের ৫টি মাল্টিপ্লেক্সে মুক্তি পেয়েছে টলিউড তারকা পরমব্রত আর ঢাকাই শীর্ষ র্যাম্প মডেল ইমির অভিষেক সিনেমা ‘আজব কারখানা’। সরকারি অনুদান পাওয়া এই সিনেমাটি নির্মাণ করেছেন শবনম ফেরদৌসী। নির্মাতা জানান, সিনেমাটি মুক্তি পেয়েছে রাজধানীর স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ও সনি স্কয়ার শাখা, যমুনা ফিউচার পার্কের ব্লকবাস্টার সিনেমাস, কেরানীগঞ্জের লায়ন্স সিনেমা এবং চট্টগ্রামের সিলভার স্ক্রিনে। গতকাল বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৭টা ৩০ মিনিট পর্যন্ত দুটি বিশেষ প্রদর্শনীতে ‘আজব কারখানা’র কলাকুশলী উপস্থিত ছিলেন। কথা বলেন সিনেমাটি প্রসঙ্গে। গত ২৭ জুন এই সিনেমাটির প্রচারণার জন্যই পরমব্রত ঢাকা সফর করেন। ‘আজব কারখানা’য় রক তারকা রাজীব চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। গল্পটি তাকে কেন্দ্র করেই। গ্রামবাংলার বাউল শিল্পীদের সংস্পর্শে এসে নিজের জীবনের নতুন অর্থ খুঁজতে শুরু করে সে। গল্পে আবহমান বাংলার বিভিন্ন গানের ধারা, ঘরানা ও মর্মবাণী তুলে ধরা হয়েছে। সৈয়দা নিগার বানুর রচনায় চলচ্চিত্রটি প্রযোজনা করেছেন বাংলাদেশের নির্মাতা, প্রযোজক ও মিডিয়া ব্যক্তিত্ব সামিয়া জামান। ‘আজব কারখানা’য় আরো অভিনয় করেছেন দিলরুবা দোয়েল, খালিদ হাসান রুমি, সেলিম বয়াতি, দিলু বয়াতি, কিতাব আলী, ক্রিস্টিয়ানো তন্ময়, অর্পণ, মায়মুনা মম ও মাহরিন মান্যসহ অনেকে।
:: মেলা প্রতিবেদক