আম্বানি পরিবারের বিয়েতে হাজির যে তারকারা
প্রকাশ: ১৩ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
এই বিয়ে নিয়ে তোড়জোড় ছিল তুঙ্গে! অবশেষে প্রতীক্ষার অবসান। নিজের বাড়ি অ্যান্টিলিয়া থেকে বিয়ে করতে বের হন অনন্তÍ অম্বানী। গন্তব্য জিয়ো ওয়ার্ল্ড কনভেনশন সেন্টার। সেখানেই বসে মুকেশ অম্বানীর কনিষ্ঠ পুত্র অনন্ত আর রাধিকার বিয়ের আসর। কনের সাজে সেখানেই অপেক্ষা করছিলেন রাধিকা। অনন্ত অম্বানীর বিয়েতে হয়েছে এলাহি আয়োজন। কনিষ্ঠ পুত্রের বিয়েতে কোনও খামতি রাখতে নারাজ মুকেশ অম্বানী। পুরো বিয়েটার দায়িত্বই নিজে হাতে সামলেছেন তার স্ত্রী নীতা।
প্রায় এক বছর ধরে প্রাক-বিবাহ অনুষ্ঠান চলছে রাধিকা মার্চেন্ট ও অনন্ত আম্বানির। কখনো গুজরাটের জামনগরে, তো কখনো ইতালিতে। আর মুম্বাইয়ে চলছে অনন্ত আম্বানি ও রাধিকার বিয়ের শেষ পর্যায়ের অনুষ্ঠান। গতকাল থেকে শুরু হয়েছে বিয়ের মূল আনুষ্ঠানিকতা। রোলস রয়েস গাড়িতে চেপে সাত পাকে বাঁধা পড়তে বের হন অনন্ত। সাদা গাড়ি জুড়ে ছিল ফুলেল সাজ। নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে সেই গাড়ি বেরিয়ে যায় অ্যান্টিলিয়া থেকে। গাড়ি ঘিরে নাচানাচিতে মত্ত ছিলেন অম্বানী বাড়ির কর্মীরা। অনন্তের বিয়ে উপলক্ষে তাদের মধ্যেও ছিল খুশির আমেজ।
রাত আটটায় শুরু হয় বিয়ের পর্ব। আটটায় হয় মালাবদল। তার পরেই সাত পাক।
বরের বেশ কেমন হবে সেই নিয়ে চলছিল জোর চর্চা। শেষমেশ প্রকাশ্যে এলো অনন্তের সাজপোশাক। কমলা শেরওয়ানির পরেন বর। অনন্ত যে পশুপ্রেমী, সেটাও ধর পড়েছে তার বিয়ের সাজে। বুকের বাঁ দিকে একটি হাতির ব্রোচ পরেছিলেন অম্বানী-পুত্র।
কেবল অনন্তের সাজ নয়, গোটা অম্বানী পরিবারের সাজেই ধরা পড়ল চমক। নীতা, শ্লোকা, ইশার পরনে লেহঙ্গা। সকলের পোশাকেই রয়েছে গোলাপি আভা। অন্য দিকে অম্বানী পরিবারের সকল পুরুষেরাই পরেছেন শেরওয়ানি। মুকেশ আর আকাশের পরনে গোলাপি শেরওয়ানি হলেও ইশার স্বামী আনন্দ পিরামলের পরনে ছিল রুপোলি রঙের শেরওয়ানি। এই ‘মহা বিবাহ’ অনুষ্ঠানে হাজির ছিলেন দেশ-বিদেশের নামী তারকা ও রাজনৈতিক ব্যক্তিরা। ছিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। যুক্তরাষ্ট্র থেকে আসেন প্রিয়াঙ্কা চোপড়া। গতকালই বোনকে সঙ্গে নিয়ে মুম্বাইয়ে পা রাখেন কিম কার্ডাশিয়ান।
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিয়ের আসরে বিদেশ থেকে আসা অতিথিদের আনতে তিনটি ফ্যালকন-আম্বানি জেট বিমান ভাড়া করেছে আম্বানি পরিবার। বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিদের বিয়ের আসরে উড়িয়ে নিয়ে আসবে এই বিশেষ ধরনের চার্টার্ড বিমান। শোনা যাচ্ছে, প্রতি ঘণ্টায় এসব বিমানের ভাড়া ৭ লাখ ২০ হাজার রুপি। তবে শুধু তিনটি জেট-ই নয়, আরও ১০০টি বিমান আগামী তিন দিন অতিথিদের সেবায় নিয়োজিত থাকবে।
নানা রঙের ফুল। ঝলমলে আলো। এভাবেই সেজে উঠেছিল অনন্ত-রাধিকার ছাদনাতলায়। প্রায় এক বছর ধরে চলা প্রাক বিবাহ অনুষ্ঠানের পরে গতকাল শুক্রবার অবশেষে সাত পাকে বাঁধা পড়ে রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানিপুত্র অনন্ত আম্বানি। এদিন জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে ঐতিহ্যবাহী হিন্দু রীতিতে বিয়ে করবেন এই দম্পতি। অনন্ত-রাধিকার এলাহি প্রাক বিয়ের অনুষ্ঠানে জামনগরে হাজির হয়েছিল গোটা বলিউড। এমনকী, অনন্ত-রাধিকার সঙ্গীত, হলদি ও শিবপুজোতেও অংশ নিয়েছেন বলিউড সেলিব্রিটিরা। যুক্তরাজ্যের প্রাক্তন প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারও শুক্রবার বিয়ের অনুষ্ঠানে মুম্বাইয়ে পৌঁছান। আরো যারা উপস্থিত ছিলেন সেই তালিকায়টাও বেশ লাম্বা। ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন, সুইডেনের প্রাক্তন প্রধানমন্ত্রী কার্ল বিল্ট, কানাডার প্রাক্তন প্রধানমন্ত্রী স্টিফেন হারপার। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নায়ডুও আসেন মুকেশ-পুত্রের বিয়ের অনুষ্ঠানে। এদিকে বলিউড তারকাদের উপস্থিতিও চোখে পড়ার মতো। বিয়ের অনুষ্ঠানে ছিলেন শাহরুখ খান, সালমান খান, অক্ষয় কুমার, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, অমিতাভ বচ্চন, আমির খান, ঐশ্বরিয়া রাই বচ্চন, জাহ্নবী কাপুর, হানি সিং, অনন্যা পাণ্ডে, কারিনা কাপুর খান, করিশ্মা কাপুর, সাইফ আলি খান, ক্যাটরিনা কাইফ, ভিকি কৌশলের মতো তারকার।
মাসব্যাপি বিলাসবহুল উদযাপনের ইতিমধ্যেই রিহানা এবং জাস্টিন বিবারের মতো পপস্টারদের পারফরম্যান্স দেখিয়েছে। সোমবার তাদের পরিবারের কর্মীদের জন্য একটি চূড়ান্ত সংবর্ধনা অনুষ্ঠান রয়েছে।
:: মেলা ডেস্ক