শিরোনামহীনের নতুন গান
প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দেশের অন্যতম শ্রোতাপ্রিয় ব্যান্ড সংগীত দল ‘শিরোনামহীন’। তবে একদিনে তাদের জনপ্রিয়তা তৈরি হয়নি। দলটি তাদের প্রথম অ্যালবাম তৈরি করতে সময় নিয়েছিল ৮ বছর। ২০০৪ সালে প্রকাশ করে প্রথম অ্যালবাম ‘জাহাজী’। এরপর থেকে ক্রমেই ব্যান্ড সংগীতে সুরের ধারা প্রকাশমান। যার সবশেষ আবিষ্কার ‘বাতিঘর’ অ্যালবাম। এবার অবমুক্ত করা হলো এই অ্যালবামের ‘শুভ জন্মদিন’ শিরোনামের নতুন গানচিত্র। সদ্য প্রকাশিত গানটির কথা যথারীতি লিখেছেন জিয়াউর রহমান। সুর দিয়েছেন সুদীপ্ত সিনহা দিপু। গেয়েছেন শেখ ইশতিয়াক। শুধু গেয়েই ক্লান্ত হননি শিরোনামহীন ব্যান্ডের এই নতুন পালক। বানিয়েছেন দলের সবাইকে নিয়ে একটি জন্মদিন ও পার্টি মুডের ভিডিও। ‘শুভ জন্মদিন’ ৪ জুলাই দুপুরে একসঙ্গে উন্মুক্ত হয়েছে শিরোনামহীনের ইউটিউব চ্যানেল ছাড়াও অ্যাপল মিউজিক, স্পটিফাই, জিওসাওয়ান, ইংক মিউজিক, ইউটিউব মিউজিকসহ দেশ-বিদেশে বেশ কয়েকটি মিউজিক স্ট্রিমিং সাইটে। ‘বাতিঘর’ অ্যালবামটিতে থাকবে মোট ১০টি গান।