×

মেলা

নতুন জীবনে রিয়া

Icon

প্রকাশ: ০৬ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নতুন জীবনে রিয়া

এ যেন তার জীবনের নতুন অধ্যায়। নতুন সফর। কিছু কম কঠিন সময় তো যায়নি তার জীবনে। প্রেমিকের মৃত্যুর জন্য তাকে কাঠগড়ায় তুলেছিল গোটা দেশ। মাদকচক্রে যুক্ত থাকার অভিযোগে হাজতবাস, সোশ্যাল মিডিয়ায় প্রতিটি মুহূর্তে কটাক্ষ। গত ৪ বছর যেন এক ধাক্কায় অনেকটা বড়, অনেকটা পরিণত করে দিল অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। সদ্য গেছে তার জন্মদিন। ১ জুলাই ৩২ বছরে পা দিয়েছেন সুশান্ত সিংহ রাজপুতের প্রেমিকা। আর এবার নিজের জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করলেন রিয়া। তবে বিয়ে করছেন না তিনি। শুরু করছেন না অভিনয়ের বাইরের কোনো কাজও। একটি টকশো আয়োজন করছেন রিয়া। এই ইন্টারভিউ সেশনের নাম হবে ‘চ্যাপ্টার ২’। এ যেন রিয়ার জীবনের নতুন অধ্যায়। আর এই শো-এর প্রথম প্রতিযোগী হিসেবে দেখা যাবে সুস্মিতা সেনকে।

এই সেলিব্রিটি টকশো নিয়ে সোশ্যাল মিডিয়ায় জন্মদিনে একটি লম্বা পোস্ট করেন।

সেখানে তিনি লিখেছিলেন, ‘৩২ বছরে পা রাখলাম আমি। কী অপূর্ব, অসাধারণ একটা সফর ছিল এই ৩২টা বছরের। আর গত চারটা বছরে আমার জীবন তো পুরোটাই বদলে গেছে। অনেক কিছু শিখেছি। তৈরি করেছি একটা নতুন আমিকে। তৈরি করেছি এমন একটা মানুষকে, যাকে নিয়ে আমার ভালোলাগা কাজ করে। গর্ব অনুভব করতে পারি। সেটাকে উদযাপন করার জন্যই আমরা কথা বলতে প্রস্তুত এমন কিছু মানুষের সঙ্গে, যারা সত্যিই নিজেদের জীবনের দ্বিতীয় অধ্যায় শুরু করেছে।’

- মেলা ডেস্ক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

পেজার তৈরির অভিযোগ প্রত্যাখ্যান তাইওয়ানি কোম্পানির

লেবাননে বিস্ফোরণ পেজার তৈরির অভিযোগ প্রত্যাখ্যান তাইওয়ানি কোম্পানির

শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা

রাতেই ঘরে বসে দেখা যাবে ‘তুফান’

রাতেই ঘরে বসে দেখা যাবে ‘তুফান’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App