×
Icon ব্রেকিং
বরগুনায় সেতু ভেঙে বিয়ের মাইক্রোবাস খালে, নিহত ১০

মেলা

দক্ষিণী তারকাদের রেস্টুরেন্ট ব্যবসা

Icon

প্রকাশ: ০১ জুন ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দক্ষিণী তারকাদের রেস্টুরেন্ট ব্যবসা

দক্ষিণের অনেক অভিনেতা আছেন যারা অভিনয়ের পাশাপাশি ব্যবসাও করেন। কেউ প্রোডাকশন হাউস চালান, আবার কেউ বিলাসবহুল জিমের মালিক।

এছাড়া কয়েকজন দক্ষিণী অভিনেতার রেস্টুরেন্ট ব্যবসাও রয়েছে। জানেন কোন কোন তারকার নিজস্ব হোটেল ব্যবসা রয়েছে। নাগার্জুনের নাম দক্ষিণের ধনী অভিনেতাদের মধ্যে গণনা করা হয়। নাগার্জুন শুধু সিনেমা থেকেই কোটি কোটি টাকা আয় করেন। হায়দরাবাদে তার অনেক রেস্তোরাঁ ও বার রয়েছে। সেখান থেকে কোটি কোটি টাকা উপার্জন করেন এই দক্ষিণী সুপারস্টার। হায়দরাবাদের জুবিলি হিলে ‘মিস্টার কিচেন’ নামে একটি রেস্তোরাঁ আছে আল্লু অর্জুনের। দক্ষিণী অভিনেতা নবদীপের হায়দরাবাদের গাচিবাউলিতে ‘মিনিট অন বিটস’ নামে একটি রেস্তোরাঁ রয়েছে। তেলেগু অভিনেতা মাঞ্চু মোহন বাবু হায়দরাবাদে জুনিয়র কুপান্না নামে একটি রেস্তোরাঁ চালান। অভিনেত্রী প্রনিথা সুভাষ বেঙ্গালুরে একটি রেস্তোরাঁ ও পাব চালান।

:: মেলা ডেস্ক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App