×

মেলা

লাস্যময়ীদের কেনা প্রথম গাড়ি

Icon

প্রকাশ: ০৪ মে ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

লাস্যময়ীদের কেনা প্রথম গাড়ি
তারকাদের নিয়ে ভক্তদের আগ্রহের শেষ নেই। আবার কেউ কেউ তাদের লাইফ স্টাইল নিয়ে মেতে থাকেন। তারা কোন ব্র্যান্ডের পোশাক পরেন, কী খান, কোন ব্র্যান্ডের গাড়ি ব্যবহার করেন- এসব জানতে এক প্রকার মুখিয়ে থাকেন ভক্তরা। তবে বলিউডের অধিকাংশ নায়িকাদের সাফল্যের পেছনের গল্প মোটেও সহজ ছিল না। নানারকম চড়াই-উতরাই পেরিয়ে তারা বলিউডে প্রতিষ্ঠিত। এ তালিকায় রয়েছেন কাজল, প্রিয়াঙ্কা চোপড়া, দীপিকা পাড়ুকোন, ক্যাটরিনা কাইফসহ অসংখ্য অভিনেত্রী। আর এসব নায়িকা প্রথম কোন গাড়ি কিনেছিলেন তার খোঁজ জানাচ্ছে মেলা ক্যাটরিনা কাইফ বলিউড কুইন হিসেবে বেশ জনিপ্রয় অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। অনেক জনপ্রিয় সিনেমা রয়েছে তার ঝুলিতে। এই অভিনেত্রী প্রথম অডি কিউ৭ মডেলের গাড়ি কেনেন। একবার এ অভিনেত্রী সালমান খানকে ল্যান্ড রোভার রেঞ্জ রোভার অটোবায়োগ্রাফি মডেলের গাড়ি উপহার দেন। প্রিয়াঙ্কা চোপড়া বলিউড পেরিয়ে এখন হলিউডেও দাপিয়ে বেড়াচ্ছেন প্রিয়াঙ্কা চোপড়া। বলিউড অভিনেত্রীদের মধ্যে সাবেক এই বিশ্ব সুন্দরী প্রথম রোলস-রয়েস গোস্ট মডেলের গাড়ি কেনেন। তবে জীবনের প্রথম গাড়িটি ছিল মার্সিডিজ বেঞ্চ এসক্লাস সিডান। সাদা রঙের এ গাড়ি বেশ কয়েক বছর ব্যবহার করেন তিনি। প্রিয়াঙ্কাকে এখন মার্সিডিজ-মেব্যাচ এস৬০০ লিমোজিন গাড়ি ড্রাইভ করতেও দেখা যায়। দীপিকা পাড়ুকোন বলিউডে এখন যে ক’জন নায়িকা দাপিয়ে বেড়াচ্ছেন তাদের মধ্যে অন্যতম দীপিকা পাড়ুকোন। এ অভিনেত্রী বেশকিছু বিলাসবহুল গাড়ির মালিক। তবে তার কেনা প্রথম গাড়ি ছিল ওডি কিউ৭। এ গাড়িটি দীর্ঘদিন ব্যবহার করেছেন দীপিকা। মেব্যাচ গাড়িটি কেনার আগ পর্যন্ত প্রথম কেনা গাড়িটি ব্যবহার করতেন দীপিকা। আলিয়া ভাট তরুণদের মধ্যে আরেক জনপ্রিয় নাম আলিয়া ভাট। অভিনেত্রী আলিয়া ভাটেরও প্রথম পছন্দ কিউ৭ মডেলের গাড়ি। এটি ছিল তার কেনা প্রথম গাড়ি। ল্যান্ড রোভার ও রেঞ্জ রোভার গাড়ি কেনার আগ পর্যন্ত কালো রঙের অডি কিউ৭ গাড়িটি নিয়মিত ব্যবহার করতেন আলিয়া। মজার বিষয় হলো, এখনো কিউ৭ মডেলের গাড়িটি তার বাড়িতে রয়েছে। সারা আলী খান স্টার কিড সারা আলী খান বলিউডে পা রেখেছেন খুব বেশিদিন হয়নি। খুব অল্প সময়ের মধ্যে আলোচনায় উঠে এসেছেন এই অভিনেত্রী। অধিকাংশ সময় সারাকে দুটি গাড়ি চালাতে দেখা যায়। তবে তার কেনা প্রথম গাড়ি হোন্ডা সিআর-৫। সাদা রঙের এই গাড়ি দীর্ঘদিন ব্যবহার করেছেন সারা আলী খান। সাইফ কন্যার হাতে এখনও অনেক সিনেমা আছে। তরুণদের মধ্যে বেশ আগেই চলছে এই সুন্দরী অভিনেত্রী। মা অমৃতার মতো আকাশছোঁয়া জনপ্রিয়তা না পেলেও একেবারেই ভক্ত তালিকা ছোট নয় হালের এই অভিনেত্রীর। কাজল নব্বই দশক থেকে শুরু করে এখনো জনপ্রিয় ধরে রেখেছেন বলিউড স্টার কাজল। তার জীবনের প্রথম কেনা গাড়ি ছিল মারুতি সুজুকি ১০০০। পরবর্তী সময়ে এটি ইস্টেম নামে পরিচিতি পায়। কয়েক মাস আগে কাজল তার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। তাতে দেখা যায়, একটি গাড়ির সামনে বসে আছেন কাজল। আর এটি তার প্রথম ভালোবাসা ছিল বলেও জানান এই অভিনেত্রী। :: মেলা ডেস্ক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App