×

বিনোদন

ভক্তদের দুঃসংবাদ দিলেন অ্যাডেল

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভক্তদের দুঃসংবাদ দিলেন অ্যাডেল

ব্রিটিশ গায়িকা অ্যাডেল

গান দিয়ে একজন সংগীতশিল্পী যতটা অর্জন করতে পারেন, তার সবই পেয়েছেন ব্রিটিশ গায়িকা অ্যাডেল। বিশ্ব সংগীতের সর্বকালের সেরা শিল্পীর তালিকা করলে অ্যাডেলের নাম ওপরই থাকবে। একজন সংগীতশিল্পী যতটা অর্জন করতে পারেন, তার সবটাই পেয়েছেন এই সুপারস্টার। অ্যাডেলকে বিবেচনা করা হয় বিশ্বের অন্যতম ‘বেস্ট-সেলিং আর্টিস্ট’ হিসেবে।

যার গানের রেকর্ড ১২০ মিলিয়ন কপির বেশি বিক্রি হয়েছে। নিজের গাওয়া গানের মাধ্যমে এই গায়িকা ক্যারিয়ারে প্রায় দেড়শটি সম্মানজনক পুরস্কার জিতেছেন। এগুলোর মধ্যে রয়েছে একটি অস্কার, ১৫টি গ্র্যামি, ৯টি ব্রিট, ১১টি গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডস ও ১৮টি বিলবোর্ড অ্যাওয়ার্ড অন্যতম। কিন্তু ক্যারিয়ারের এই সুসময়ে হঠাৎ তিনি ভক্তদের দিলেন দুঃসংবাদ। অ্যাডেল জানিয়েছেন গান থেকে দূরে সরে যাচ্ছেন তিনি।

তবে একেবারেই যে যাচ্ছেন না তাও জানালেন। কিন্তু আবার কবে নতুন গান বা কনসার্ট নিয়ে ফিরবেন সে কথা কিছুই বলেননি। অনির্দিষ্টকালের জন্য গান থেকে বিরতিতে যাচ্ছেন অ্যাডেলে। জানিয়েছেন নিজেকে সময় দেয়ার জন্যই বিরতি নিচ্ছেন তিনি। আসছে নভেম্বরে লাস ভেগাসের শো শেষে এই বিরতিতে যাবেন বলে গত শনিবার মিউনিখ কনসার্ট শেষ জানিয়েছেন অ্যাডেল।

ভক্তদের উদ্দেশে তিনি বলেন, ‘পারফর্মেন্সে খুব বেশি কমফোর্টেবল নই আমি। তবে আমি বেশ ভালো করেই করি এটা। ৩ বছর ধরে মঞ্চে গাওয়ার বিষয়টি বেশ উপভোগও করছি। এতটা কখনো করিনি আর করবও না।’ এই শিল্পী আরো বলেন, ‘যতদিন বিরতিতে থাকব, আমি আপনাদের আমার হৃদয়ে ধরে রাখব। তিন বছর ধরে যেসব শো করেছি, সেগুলোর কথা ভাবব। দারুণ কেটেছে সময়গুলো। এখন আমার বিশ্রাম প্রয়োজন।’

সর্বশেষ তিনি বলেন, ‘আমি নিজের জন্য নতুন জীবন গড়ার পেছনে গত ৭ বছর খরচ করেছি। এখন এই জীবন উপভোগ করার সময়। এই শোগুলো চিরকাল মনে থাকবে আমার।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

নাইজেরিয়ার বন্যায় কারাগার থেকে পালিয়ে গেছে প্রায় ৩০০ বন্দি

নাইজেরিয়ার বন্যায় কারাগার থেকে পালিয়ে গেছে প্রায় ৩০০ বন্দি

৭-১ গোলের জয় নিয়ে আর্জেন্টিনার দারুণ সূচনা

৭-১ গোলের জয় নিয়ে আর্জেন্টিনার দারুণ সূচনা

আম্বানীর কর্মচারীর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন অনন্যা

আম্বানীর কর্মচারীর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন অনন্যা

চট্টগ্রাম থেকে ওমানগামী উড়োজাহাজের ভারতে জরুরি অবতরণ

চট্টগ্রাম থেকে ওমানগামী উড়োজাহাজের ভারতে জরুরি অবতরণ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App