×

বিনোদন

টুকরো খবর

Icon

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

>> সিরিয়াল কিলার চরিত্রে হাজির হচ্ছেন বলিউডের ভার্সেটাইল অভিনেতা বিক্রান্ত ম্যাসি। সেপ্টেম্বরের ১৩ তারিখ নেটফ্লিক্সে আসছে ওয়েব সিনেমা ‘সেক্টর ৩৬’। পরিচালনা করেছেন আদিত্য নিম্বালকর। ছবিটির টিজার এরই মধ্যে প্রকাশ পেয়েছে। ভয়ংকর থ্রিলার ও ক্রাইম ধাঁচের গল্পে এটি নির্মাণ করা হয়েছে। ভারতের একজন সিরিয়াল কিলারের গল্প নিয়ে এটি নির্মাণ করা হয়েছে, যে ধরাছোঁয়ার বাইরে থেকে খুন করে যাচ্ছে। প্রতিটি খুনের শেষে পরবর্তী খুনের ইঙ্গিত দিচ্ছে। তারপরও তাকে আইনের জালে আটকানো যাচ্ছে না। এভাবে এগিয়ে যাবে ওয়েব ফিল্মটির গল্প।

>> নেটফ্লিক্সের নতুন সিরিজ ‘আইসি ৮১৪ : দ্য কান্দাহার হাইজ্যাক’, যা ১৯৯৯ সালে কান্দাহার বিমান হাইজ্যাকের ওপর তৈরি করা হয়েছে। এতে সম্প্রচারিত বিতর্কিত তথ্যের ব্যাখ্যা চেয়ে নেটফ্লিক্স ইন্ডিয়ার প্রধান মনিকা শেরগিলকে ডেকেছে ভারতের কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। সিরিজে যে পাঁচজন অপহরণকারী ছিল, তার মধ্যে তিনজনের আসল নাম উল্লেখ করা হলেও দুই অপহরণকারীর নাম কেবল ভোলা ও শঙ্কর হিসেবেই উল্লেখ করা হয়েছে। তাদের আসল নাম উল্লেখ করা হয়নি। এটি নিয়েই সমালোচনার ঝড় উঠেছে। ২৯ আগস্ট থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে ‘আইসি ৮১৪: দ্য কান্দাহার হাইজ্যাক’। এতে অভিনয় করেছেন বিজয় ভার্মা, নাসিরুদ্দিন শাহ, পঙ্কজ কাপুর, পত্রলেখা, দিয়া মির্জা, অরবিন্দ স্বামীসহ অনেকে।

>> মাছরাঙা টেলিভিশনে শুরু হয়েছে নতুন ধারাবাহিক নাটক ‘সিটি লাইফ’। প্রতি সপ্তাহে রবিবার থেকে বৃহস্পতিবার রাত ৮টায় দেখা যাবে এ নাটক। শাহরিয়ার তাসদিকের রচনায় নাটকটি পরিচালনা করেছেন নজরুল ইসলাম রাজু। ‘সিটি লাইফ’ নাটকে অভিনয় করেছেন এফ এস নাঈম, তানজিকা আমিন, নিশাত প্রিয়মসহ আরো অনেকে। নাটকের গল্পে দেখা যাবে, উন্নত জীবনযাপনের জন্য গ্রামের সম্পত্তি বিক্রি তিন সন্তান নিয়ে ঢাকায় স্থায়ী হন মোর্শেদ মাহমুদ ও তার স্ত্রী রেনু। ঢাকায় এসে পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে তিন সন্তানের দ্রুত পরিবর্তন এবং পারিবারিক অশান্তির নানা গল্প উঠে আসবে নাটকটিতে।

বিনোদন ডেস্ক ৮

>> দর্শকের কাছে সিনেমাকে আকর্ষণীয় করতে বড় ভূমিকা রাখে পোস্টার। তবে সিনেমার এসব পোস্টার তৈরিতে মেনে চলতে হয় কিছু বিধিনিষেধ। অথচ সেসব নিয়মনীতির তোয়াক্কা না করে নির্মাতা-প্রযোজকরা দেদার ব্যবহার করছেন ধূমপানের দৃশ্য। তুফান চলচ্চিত্রের পোস্টারে শাকিব খানকে ধূমপান করতে দেখা যায়। এই পোস্টার নিয়ে আলোচনা-সমালোচনা ছিল সে সময়। পরে সিয়ামের মুক্তির অপেক্ষায় থাকা একটি চলচ্চিত্রের অবমুক্ত করা পোস্টারেও দেখা যায় ধূমপানের দৃশ্য। স্টপ টোব্যাকো বাংলাদেশ নামের একটি সংস্থার দাবি, সিয়াম ও শাকিবের মতো তারকারা ভবিষ্যৎ প্রজন্মকে বিপথগামী করছে। নাটক, সিনেমা, ওয়েব সিরিজে ধূমপানের দৃশ্য বন্ধে ও আইন লঙ্ঘন করে নির্মিত এসব সিনেমা নিষিদ্ধ এবং আইনভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবি তোলার আহ্বান জানায় সংস্থাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমাবেশে ককটেল বিস্ফোরণ, মামলায় আসামি আ.লীগ নেতাসহ ১৩৬

সমাবেশে ককটেল বিস্ফোরণ, মামলায় আসামি আ.লীগ নেতাসহ ১৩৬

পুলিশের উপপরিদর্শকের ছেলেকে গুলি করে হত্যা: এসআই শাহাদাৎ রিমান্ডে

পুলিশের উপপরিদর্শকের ছেলেকে গুলি করে হত্যা: এসআই শাহাদাৎ রিমান্ডে

বন্যায় ইউরোপজুড়ে নিহত ৮

বন্যায় ইউরোপজুড়ে নিহত ৮

বাংলাদেশের যেসব বিষয়ে নিয়ে আলোচনা করলো মার্কিন প্রতিনিধিদল

বাংলাদেশের যেসব বিষয়ে নিয়ে আলোচনা করলো মার্কিন প্রতিনিধিদল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App