অঙ্কিতার পরিবারে নতুন সদস্য!
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক : ছোট পর্দায় ‘পবিত্র রিশতা’ ধারাবাহিকে কাজ করার সময় সহ-অভিনেতা সুশান্ত সিংহ রাজপুতের প্রেমে পড়েছিলেন অঙ্কিতা লোখান্ডে। দীর্ঘ সাত বছর সম্পর্কে ছিলেন তারা। সুশান্ত বলিউডে পা রাখার পর ভাঙন ধরে সেই সম্পর্কে। ২০২০ সালে প্রয়াত হন সুশান্ত। ২০২১ সালে ব্যবসায়ী ভিকি জৈনের সঙ্গে বিয়েবন্ধনে আবদ্ধ হন অঙ্কিতা। তারপর থেকে বিভিন্ন সময়ে অভিনেত্রীর অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্যে এসেছে। পরিবারে নতুন সদস্যকে আনলেন অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ও ভিকি জৈন। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও শেয়ার করে নিয়েছেন দম্পতি। সোশ্যাল মিডিয়ায় যে ভিডিও শেয়ার করেছেন, সেখানে দেখা যাচ্ছে, ছোট্ট সেই অতিথি আর কেউ নয়, তাদের পোষ্য। একটি বেড়াল। এই বেড়ালটিকেই বাড়িতে নিয়ে এসেছেন অঙ্কিতা-ভিকি। সোশ্যাল মিডিয়ায় মিষ্টি এই ভিডিও শেয়ার করে অঙ্কিতা লিখেছেন, ‘আমাদের পরিবারে স্বাগত মৌ লোখান্ডে জৈন। তুমি আমাদের পরিবারের নবীনতম সদস্য। বাবা আর মা তোমায় ভালোবাসার জন্য তৈরি। তুমি একটি ছোট্ট বেড়াল কিন্তু তোমার আদর আমাদের হৃদয় চুরি করে নিয়েছে। তোমার ছোট্ট ছোট্ট পা যেন আমাদের পরিবারে অনেকটা খুশি, অনেকটা আনন্দ নিয়ে আসে। আমাদের নিজেদেরই শুভেচ্ছা জানাচ্ছি। আমরা এখন গর্বিত বাবা-মা। আমাদের জীবন যেন হাসি আর অফুরন্ত খুশিতে ভরে থাকে। আর আমাদের খুশির একমাত্র ঠিকানা এখন মৌ। আমাদের ছোট্ট খুশির সঙ্গে খেলা, আদর, মজা করার কিছু ছোট ছোট মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলাম। মৌ... তোমায় আমরা ইতোমধ্যেই ভীষণ ভালোবেসে ফেলেছি... আমাদের মিষ্টি মেয়ে।’ সোশ্যাল মিডিয়ায় অঙ্কিতা আর ভিকির এই পোস্টে তাদের শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই।