×

বিনোদন

টুকরো খবর

Icon

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

- ১৪ আগস্ট মুক্তি পাওয়ার কথা ছিল ‘খাদান’ ছবির টিজার। কিন্তু আর জি কাণ্ডের প্রতিবাদে পিছিয়ে দিয়েছিলেন টিজার মুক্তি। তবে এবার ‘খাদান’ চমক দিতে তৈরি দেব। বুধবার ইনস্টাগ্রামে বিদ্রোহী এক ছবি পোস্ট করলেন টালিউড নায়ক দেব। জানিয়ে দিলেন ‘তৈরি থাকুক, নতুন বিশ্বর জন্য’। বৃহস্পতিবার মুক্তি পেতে চলেছে দেবের ‘খাদান’ ছবির টিজার। যা দেখার জন্য অধীর আগ্রহে বসে ছিলেন দেবের অনুরাগীরা। বুধবার সেই সুখবরই সোশ্যাল মিডিয়ায় দিলেন দেব। জানা যায়, পরিচালক সঞ্জয় রিনো দত্তর নতুন এই ছবিতে দেব একাই হবেন বাবা ও ছেলে! অর্থাৎ ‘জওয়ান’ ছবিতে শাহরুখ একাই যেমন পিতা-পুত্রের চরিত্রে অভিনয় করেছিলেন, দেবও নাকি সেই পথেই হাঁটবেন।

- দেশের আলোচিত সিনেমার নাম ‘মুজিব : একটি জাতির রূপকার’। বাংলাদেশের বিএফডিসি ও ভারতের জাতীয় চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের (এনএফডিসি) যৌথ প্রযোজনায় তৈরি হয়েছে সিনেমাটি। বাংলাদেশের চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বড় বাজেটের সিনেমাটি বানিয়েছেন ভারতের প্রশংসিত নির্মাতা শ্যাম বেনেগাল। মুক্তি পায় গত বছরের ১৩ অক্টোবর। মুজিব সিনেমা নির্মাণে কোন খাতে কত টাকা ব্যয় হয়েছে, সে তথ্য প্রকাশের দাবি জানিয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। সম্প্রতি এক সাক্ষাৎকারে অভিনেত্রী বলেছেন, ‘মুজিব নামে যে সিনেমাটি বানানো হয়েছে, আমি সেটার হিসাব চাই। আমি দেখতে চাই, এত বাজেটের একটা সিনেমা কীভাবে এত খারাপভাবে বানানো যায়!’

- পরিচালক অনুরাগ কাশ্যপ গত মঙ্গলবার ঘোষণা করেছেন তার জনপ্রিয় ছবি ‘গ্যাংস অব ওয়াসেপুর’-এর ‘পার্ট ২’ ৩০ আগস্ট প্রেক্ষাগৃহে পুনরায় মুক্তি পাবে। ২০১২ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি ‘গ্যাংস অব ওয়াসেপুর’-এ মনোজ বাজপেয়ীকে প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা গিয়েছিল। তাছাড়া সঙ্গে ছিলেন তৎকালীন উদীয়মান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী, রিচা চাড্ডা, হুমা কুরেশি, রাজকুমার রাও, পঙ্কজ ত্রিপাঠি এবং জয়দীপ আহলাওয়াত।

- আশফাক নিপুন নির্মিত সিরিজ ‘মহানগর’। ঢাকা মহানগরে কোনো এক রাতের ঘটে যাওয়া এক গল্প নিয়ে নির্মিত হয় এ সিরিজ। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত এই সিরিজের জন্য তুমুল প্রশংসিত হন নিপুন। সিরিজটি বাংলা ভাষার দর্শককে যেন নাড়িয়ে দিয়ে যায় সে সময়। আলোচনা তৈরি করে পশ্চিমবঙ্গেও। এখনো দর্শক মনে দাগ কেটে আছে কেন্দ্রীয় চরিত্র ওসি হারুন। নতুন খবর হচ্ছে, আগামীকাল থেকে ‘মহানগর’-এর প্রথম সিজন দেখা যাবে একদম ফ্রিতে। হইচই অ্যাপ ডাউনলোড করলেই দেখা যাবে সিজন ১। লাগবে না কোনো সাবস্ক্রিপশন, লাগবে না রেজিস্ট্রেশন। সেই সঙ্গে হইচই বাংলাদেশের ইউটিউব চ্যানেলে ‘মহানগর’-এর প্রথম কিস্তির একটা পর্ব দেখা যাবে ফ্রি।

- বিনোদন ডেস্ক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ সুসম্পর্ক জোরদারে বড় বাধা: পররাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ সুসম্পর্ক জোরদারে বড় বাধা: পররাষ্ট্র উপদেষ্টা

শাহরিয়ার আলম ও দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব তলব

শাহরিয়ার আলম ও দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব তলব

র‌্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ‘ছিনিয়ে নিলো’ বিএনপি নেতারা

র‌্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ‘ছিনিয়ে নিলো’ বিএনপি নেতারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App