আনুষ্ঠানিক বিচ্ছেদের পথে বেন-জেনিফার
প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক : অবশেষে আনুষ্ঠানিকভাবে বিয়েবিচ্ছেদের আবেদন করলেন তারকা জুটি জেনিফার লোপেজ ও বেন অ্যাফ্লেক। জানা গেছে, ২০ আগস্ট তাদের দ্বিতীয় বিয়েবার্ষিকীর দিন কোনো আইনজীবী ছাড়াই বিয়েবিচ্ছেদের আবেদন করেন অভিনেত্রী। বিচ্ছেদের তারিখ হিসেবে ২০২৪ সালের ২৬ এপ্রিল উল্লেখ করা হয়েছে। আর্থিক বিরোধের কারণে জেনিফার বেনের সঙ্গে বিয়েবিচ্ছেদের আবেদন করেন বলে জানা গেছে। এটি বেন অ্যাফ্লেকের দ্বিতীয় এবং জেনিফারের চতুর্থ বিয়েবিচ্ছেদ। বেন অ্যাফ্লেক কিছুদিন আগেই সাবেক স্ত্রী জেনিফার গার্নার এবং সন্তানদের সঙ্গে নিজের ৫২তম জন্মদিন উদযাপন করেন। কিন্তু জুলাইয়ের শেষের দিকে হ্যাম্পটনে জেনিফার লোপেজের ৫৫তম জন্মদিনের পার্টিতে অংশ নেননি তিনি। অনেকদিন ধরেই আলাদা থাকছিলেন বেন ও লোপেজ। তবে মুখ খোলেননি তারা। জেনিফার তার পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য সম্প্রতি নিজের গ্রীষ্মকালীন সফর বাতিল করেন।
দুজনে তাদের বেভারলি হিলসের বাড়িও বিক্রি করে দেন।