×

বিনোদন

ধর্ষণের হুমকি পেলেন মিমি

Icon

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ধর্ষণের হুমকি পেলেন মিমি

বিনোদন ডেস্ক : আরজি কর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ ও মৃত্যুর অভিযোগ। তার প্রতিবাদেই রাস্তায় নেমেছেন তারকাসহ সব শ্রেণি-পেশার মানুষ। সবার দাবি একটাই- এ ঘটনার ‘বিচার চাই’। আরজি করকাণ্ডে বিচার চেয়ে ১৪ আগস্ট পথে নেমেছিলেন টালিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। সেই মিমিকেই সামাজিক মাধ্যমে দেয়া হলো সরাসরি ধর্ষণের হুমকি। স্বভাবের দিক থেকে বরাবরই মিমি স্পষ্টবাদী। নিজের দৃঢ় মত প্রকাশ করেন বিভিন্ন বিষয়ে। আরজি করকাণ্ডে বিচার চেয়েও তাই পথে নামেন তিনি। তার পর আসে ধর্ষণের হুমকি। যদিও এই হুমকির নেপথ্যে আছে একটি ঘোষণা। ১৬ আগস্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিহত চিকিৎসকের পরিবারকে ১০ লাখ টাকা ক্ষতিপূরণের কথা বলেন। যদিও সেই ক্ষতিপূরণ নিতে অস্বীকার করেছেন নির্যাতিতার বাবা-মা। এবার সেই প্রসঙ্গ টেনে এনে সামাজিক মাধ্যমে তৃণমূলের সাবেক সংসদ সদস্য ও অভিনেত্রী মিমি চক্রবর্তীকে সরাসরি ধর্ষণের হুমকি দিলেন এক নেটাগরিক। মিমি নিজের সামাজিক মাধ্যমে ওই নেটাগরিকের মন্তব্যের স্ক্রিনশট ভাগ করে নেন। ওই ব্যক্তি অভিনেত্রীর উদ্দেশে লেখেন, ‘আজ যদি এ ঘটনা মিমির সঙ্গে ঘটত তাহলে কী করত? মিমির পরিবারকে ১০ লাখ টাকা দিত নাকি? তাহলে মিমিকে আমার ঘরে পাঠিয়ে দেয়া হলে আমি দিয়ে দেব ১০ লাখ ওর পরিবারকে।’ এরই সঙ্গে মিমি এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশে কিছু অশ্লীল শব্দও ব্যবহার করেন ওই নেটাগরিক। এর পরই আক্ষেপ প্রকাশ করে মিমি লেখেন, ‘এর জন্যই কি ন্যায় বিচার চেয়ে লড়ছি আমরা।’ তবে শুধু আক্ষেপ প্রকাশ করে থেমে থাকেননি তিনি। মিমি বলেন, ‘আমি ইতোমধ্যেই সাইবার অপরাধ দমন শাখায় অভিযোগ জানিয়েছি। শাখার প্রধানের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। একজন মহিলাকে আক্রমণ করার ভাষাই এখন ধর্ষণের ভাষা। কথায় কথায় ধর্ষণের হুমকি! এর শেষ দেখে আমি ছাড়ব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

‘অন্তর থেকে ভুল বুঝতে পারলে সুযোগ পেতে পারে আ.লীগ’

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

সাবেক জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন গ্রেপ্তার

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

ইউএইয়ের মধ্যস্থতায় রাশিয়া-ইউক্রেনের ২০৬ যুদ্ধবন্দী বিনিময়

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৪ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App