×

বিনোদন

‘কল মি বে’ নিয়ে আসছেন অনন্যা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘কল মি বে’ নিয়ে আসছেন অনন্যা

অনন্যা পান্ডে

ওটিটিতে অভিষেক ঘটছে বলিউড অভিনেত্রী অনন্যা পান্ডের। প্রথমবারের মতো ওয়েব সিরিজের অভিনয় করেছেন তিনি। গত মঙ্গলবার মুম্বাইতে সিরিজটির ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে যোগ দেন অভিনেত্রী। বলেন নিজের ও নতুন কাজ নিয়ে অনেক কথাই। অনন্যা জানান, তার প্রথম ওটিটি সিরিজ ‘কল মি বে’ অ্যালিসিয়া সিলভারস্টোনের ‘ক্লুলেস’ ও সোনম কাপুর অভিনীত ‘আয়েশা’সহ অনেক কমেডি সিনেমা থেকে অনুপ্রাণিত।

সিরিজটি নিয়ে অনন্যা বলেন, ‘এটা খুবই মজার একটি সিরিজ। এ ধরনের কাজ থেকেই আমি বড় হয়েছি। এটা খুব হালকা ধরনের সিরিজ, যা দর্শকরা উপভোগ করবেন।’

কলিন ডি’কুনহা পরিচালিত ও ঈশিতা মৈত্র নির্মিত সিরিজটির গল্প একজন তরুণীকে নিয়ে। যে বাড়ি থেকে বিতাড়িত হওয়ার পর হাজির মুম্বাইতে, মুখোমুখি হয় নানা চ্যালেঞ্জের। ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’, ‘গেহরাইয়াঁ’, ‘ড্রিম গার্ল ২’ ইত্যাদি সিনেমায় অভিনয় করা অনন্যা বলেন, ‘বে’ তাঁর ক্যারিয়ারের সবচেয়ে মজার অথচ চ্যালেঞ্জিং চরিত্র।

‘কল মি বে’তে অনন্যা ছাড়া আরো অভিনয় করেছেন বীর দাস, গুরফতেহ পীরজাদা, বরুণ সুদ, ভিহান সামাত, মুসকান জাফেরি, নীহারিকা লিরা দত্ত, লিসা মিশ্র, মিনি মাথুর। করণ জোহর, অপূর্ব মেহতা ও সোমেন মিশ্র প্রযোজিত সিরিজটি আগামী ৬ সেপ্টেম্বর অ্যামাজন প্রাইম ভিডিওতে মুক্তি পাবে।

‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ করেন অভিনেত্রী অনন্যা পান্ডে। পরে ‘গেহরাইয়ান’, ‘ড্রিম গার্ল ২’, ‘পতিপতœী অর ও’, ‘লাইগার’ একাধিক ছবিতে নিজেকে আকর্ষণীয় চরিত্রে প্রমাণ করেছেন তিনি।

অনন্যা মনে করেন বে তার ক্যারিয়ারের সবচেয়ে মজার অথচ চ্যালেঞ্জিং চরিত্র। সিরিজটি প্রসঙ্গে নায়িকা বলেন, ‘এই প্রথম আমি ওয়েব সিরিজ করছি এবং এর সুবিধা হলো আপনি প্রতিটি চরিত্রের মধ্যে যেতে পারেন। সিনেমার ক্ষেত্রে মাত্র দুয়েকটা দৃশ্য থাকে। আপনি আসলে এতটা ব্যাকস্টোরি তৈরি করতে পারবেন না।

তবে একটি লম্বা ফরম্যাটের সঙ্গে আপনি এটি করতে পারবেন’। তিনি শুটিংয়ের সময় তাকে সহায়তা করার জন্য জোহর এবং ডি’কুনহার পাশাপাশি দলের প্রশংসা করেছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আদালতে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী, ৪ মোবাইল ফোন চুরি

আদালতে আসাদুজ্জামান নূর ও মাহবুব আলী, ৪ মোবাইল ফোন চুরি

হত্যাচেষ্টা মামলায় আসামি ৪৯৯, শেখ হাসিনা-কামাল-কাদের নির্দেশদাতা

হত্যাচেষ্টা মামলায় আসামি ৪৯৯, শেখ হাসিনা-কামাল-কাদের নির্দেশদাতা

সমাবেশে ককটেল বিস্ফোরণ, মামলায় আসামি আ.লীগ নেতাসহ ১৩৬

সমাবেশে ককটেল বিস্ফোরণ, মামলায় আসামি আ.লীগ নেতাসহ ১৩৬

পুলিশের উপপরিদর্শকের ছেলেকে গুলি করে হত্যা: এসআই শাহাদাৎ রিমান্ডে

পুলিশের উপপরিদর্শকের ছেলেকে গুলি করে হত্যা: এসআই শাহাদাৎ রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App