×

বিনোদন

আলিয়ার প্রশিক্ষক ঋত্বিক

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

আলিয়ার প্রশিক্ষক ঋত্বিক

ছবি: সংগৃহীত

যশ রাজের স্পাই ইউনিভার্সে একসঙ্গে দেখা যেতে পারে ঋত্বিক রোশন এবং আলিয়া ভাটকে। জানা গেছে, আলিয়ার ‘আলফা’য় থাকতে পারেন ঋত্বিকও। যশ রাজের স্পাই ইউনিভার্সের প্রথম নারী কেন্দ্রিক সিনেমা হতে চলেছে ‘আলফা’। ছবির মূল চরিত্রে থাকছেন আলিয়া ভাট এবং শর্বরী। ‘কবির’ চরিত্রে দেখা যাবে ঋত্বিককেও। আলিয়ার প্রশিক্ষক হিসেবে দেখা যাবে তাকে।

তবে এবার আলফায় স্পেশাল এজেন্ট হিসেবে আরো দুর্ধর্ষ রূপে আসতে চলেছেন আলিয়া, সঙ্গে শর্বরীও। নিখুঁত অ্যাকশনের জন্য শুটিং শুরুর প্রায় চার মাস আগে থেকে প্রস্তুতি নিতে শুরু করেন তারা। গল্পের একপর্যায়ে তাদের চরিত্র যখন বিপদে পড়বে, উদ্ধারের আর কোনো পথ খোলা নেই; তখন ত্রাণকর্তারূপে হাজির হবে ঋত্বিক অভিনীত চরিত্র কবীর।

অল্প সময়ের জন্য আলফায় ঋত্বিক এলেও, তার উপস্থিতিকে ব্যতিক্রমীভাবে উপস্থাপনের পরিকল্পনা করেছেন নির্মাতা শিব রাওয়াল। তবে এখন পর্যন্ত নির্মাতারা এই প্রসঙ্গে কোনো তথ্য প্রকাশ করেননি। ‘আলফা’ ছবিতে বিশেষ চরিত্রে থাকছেন অনিল কাপুর এবং ববি দেওল। ‘আলফা’ আগামী বছর মুক্তি পেতে পারে। যশ রাজ ফিল্মসের ‘ওয়ার ২’-এর শুটিংও চলছে।

‘ওয়ার টু’তে ঋত্বিক ছাড়াও রয়েছেন জুনিয়র এনটিআর এবং কিয়ারা। সম্প্রতি মুম্বাইয়ের মালাড অঞ্চলের একটি শপিং মলে কিয়ারার অ্যাকশন দৃশ্যের শুটিং করা হয়েছে। এর আগে মার্চ মাসে ‘ওয়ার ২’-এর কিছু অংশের শুটিং সেরেছিলেন ঋত্বিক। জুনিয়র এনটিআরের প্রবেশ দৃশ্যটির শুটিং করা হবে আগামী অক্টোবর মাসে। জানা গেছে, কিছুদিনের মধ্যেই আলফার শুটিংয়ে অংশ নেবেন ঋত্বিক।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আম্বানীর কর্মচারীর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন অনন্যা

আম্বানীর কর্মচারীর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন অনন্যা

চট্টগ্রাম থেকে ওমানগামী উড়োজাহাজের ভারতে জরুরি অবতরণ

চট্টগ্রাম থেকে ওমানগামী উড়োজাহাজের ভারতে জরুরি অবতরণ

হঠাৎ আলোচনায় জেসিয়া ইসলামের গ্ল্যামার, সমালোচনা ও ব্যক্তিগত জীবন

হঠাৎ আলোচনায় জেসিয়া ইসলামের গ্ল্যামার, সমালোচনা ও ব্যক্তিগত জীবন

উত্তাল সাগরে ২১ ট্রলার ডুবে জেলে নিখোঁজ

উত্তাল সাগরে ২১ ট্রলার ডুবে জেলে নিখোঁজ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App