×

বিনোদন

ফেরদৌস সম্পর্কে যা জানালেন ঋতুপর্ণা

Icon

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফেরদৌস সম্পর্কে যা জানালেন ঋতুপর্ণা

বিনোদন ডেস্ক : অভিনেতা ও সাবেক সংসদ সদস্য ফেরদৌসের সঙ্গে কলকাতার ঋতুপর্ণা সেনগুপ্তর বন্ধুত্বের খবর সবারই জানা। ফেরদৌসের সঙ্গে জুটি হয়ে বেশ কয়েকটি চলচ্চিত্রে অভিনয় করেছেন। পারিবারিকভাবেও তাদের সম্পর্কটা চমৎকার। ঢাকায় এলে ফেরদৌসের বাড়িতে অতিথি হন ঋতুপর্ণা আর কলকাতায় গেলে ঋতুপর্ণার বাড়িতে ফেরদৌস। ছাত্র-জনতার আন্দোলনে গত ৫ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের পর থেকেই আত্মগোপনে চলে যান তার দলের নেতাকর্মীরা। এই দলে আছেন হাসিনা সরকারের সংসদ সদস্য অভিনেতা ফেরদৌস আহমেদও। সরকার পতনের পর থেকে খোঁজ নেই তার। এদিকে গুঞ্জন উঠেছে বাংলাদেশ থেকে পালিয়ে কলকাতা চলে গেছেন ফেরদৌস। সেখানে গিয়ে আশ্রয় নিয়েছেন দীর্ঘদিনের বন্ধু টলিউড অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের বাড়িতে। এবার মুখ খুললেন অভিনেত্রী। সংবাদমাধ্যমকে জানিয়েছেন বিষয়টি ভিত্তিহীন। ঋতুপর্ণা বলেন, ‘আমার কানেও খবরটা এসেছে। আমাদের দুজনের এমন একটা ছবি দিয়ে খবরটা প্রচার করা হচ্ছে, যে ছবিটা কিছুদিন আগে একটা শোতে তোলা। ফেরদৌস তো আমার সবচেয়ে ভালো বন্ধু, এটা তো সবাই জানেন। শেষবারও যখন ঢাকায় গেলাম, ওর বাসায় গিয়েছি। সেও কলকাতায় এলে আমার বাসায় আসে। আমাদের নিয়মিত যাতায়াত আছে। সত্যি কথা বলতে এ ঘটনার পর যোগাযোগ করতে পারিনি।’ ফেরদৌসের বর্তমান অবস্থা সম্পর্কে কিছুই জানেন না উল্লেখ করে অভিনেত্রী বললেন, ‘আমি জানিও না ফেরদৌস এখন কী অবস্থায় আছে। দেশ থেকে বেরিয়েছে কিনা, তাও জানি না। শুধু এটুকুই চাইছি, ও যেন ভালো থাকে, সুস্থ থাকে, সাবধানে থাকে। কারণ মানুষ হিসেবে ফেরদৌস খুব ভালো। ওর দেশে রাজনৈতিক দলের সঙ্গে কী হয়েছে, কিন্তু সে তো একজন ভালো মানুষ, চলচ্চিত্রের একজন বড় তারকা, একজন শিল্পী, অসাধারণ একটা সুন্দর মন আছে ওর। সত্যি বলতে, নির্বাচনের সময়ও ফেরদৌস আমাকে বলেছিল, আমি ভালো কাজ করতে চাই। মানুষের মঙ্গলের জন্য কাজ করতে চাই। সেজন্যই নির্বাচন করতে এসেছিল। যা হোক, ওর দেশে এখন অন্য রকম একটা পরিস্থিতি হয়েছে আমি ভাবতে চাই, ফেরদৌস যেখানেই থাকুক নিরাপদে এবং ভালোভাবে আছে।’ এরপর ঋতুপর্ণা বলেন, ‘হঠাৎ শুনি, ফেরদৌস আমার ভারতের বাড়িতে আশ্রয় নিয়েছে, এটা কেমন প্রোপাগান্ডা! এসব প্রোপাগান্ডা যারা ছড়াচ্ছে, তারা অবশ্য ছড়াবেই, তাদের মুখ তো বন্ধ করা যাবে না। আমি বলতে চাই, বাংলাদেশের সঙ্গে আমার খুব ভালো একটা সম্পর্ক। ফেরদৌস আমার একজন ভালো বন্ধু, কিন্তু এ কথাটা তো একদমই এমন নয় যে, সে দেশ ছেড়ে বেরিয়ে আমার বাড়িতে গেছে! আমার মনেও হয় না, সে দেশ থেকে বেরিয়েছে, বের হলে আমরা তো জানতে পারতাম। বিষয়টা তো এমন নয় ফেরদৌস অপরিচিত মুখ। তার মতো মানুষ, দেশ থেকে বের হলে এমনিতে সবাই জানতে পারবে যে দেশ থেকে বেরোচ্ছে। আমার পরিষ্কার কথা, সে যেখানেই থাকুক, ভালো থাকুক, বাংলাদেশেরও সবাই ভালো থাকুক।’ ১৯৯৮ সালে বাসু চ্যাটার্জি পরিচালিত যৌথ প্রযোজনার ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমায় অভিনয় করে আলোচনায় আসেন ফেরদৌস। এই সিনেমার জন্য ‘শ্রেষ্ঠ অভিনেতা’ হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান তিনি। এরপর থেকে কলকাতার সিনেমায়ও অভিনয় করেন তিনি। ২০০১ সালে ‘ওস্তাদ’ সিনেমায় প্রথমবারের মতো জুটি বাঁধেন ঋতুপর্ণার সঙ্গে। এরপর অনেক সিনেমায় জুটি হয়েছেন ঋতুপর্ণা-ফেরদৌস। উল্লেখ্য, অর্কদীপ মল্লিকা নাথের ‘মীর জাফর চ্যাপ্টার টু’ সিনেমায় অভিনয় করার কথা ছিল ফেরদৌসের। গত শনিবার সিনেমার প্রযোজক রানা সরকার জানিয়েছেন, এ সিনেমায় আর থাকছেন না ফেরদৌস। রানা সরকার বলেন, ‘সিনেমাটি দুই বাংলার দর্শকদের টার্গেট করে বানানোর পরিকল্পনা করা হয়েছে। বাংলাদেশের মানুষের, বিশেষত ছাত্রদের আবেগের কথা মাথায় রেখে, আমার কোনো সিনেমায় বাংলাদেশের এমন কোনো অভিনেতা বা অভিনেত্রীদের কাস্টিং করব না, যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে ছিলেন না। সে হিসেবেই ফেরদৌসকে আমরা সিনেমাটিতে রাখছি না। এছাড়া তিনি কিছুদিন ধরে রেসপন্স করছিলেন না। গত জানুয়ারি থেকে বারবার যোগাযোগ করার পরও তার কাছ থেকে সাড়া পাইনি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এবার সালমান শাহ-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সামিরা

এবার সালমান শাহ-শাবনূরের সম্পর্ক নিয়ে মুখ খুললেন সামিরা

যেভাবে হবে পুলিশ সংস্কার

যেভাবে হবে পুলিশ সংস্কার

আজ বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন প্রধান বিচারপতি

আজ বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরবেন প্রধান বিচারপতি

যে পদ্ধতিতে ৪০ পেরিয়েও ত্বক থাকবে টানটান

যে পদ্ধতিতে ৪০ পেরিয়েও ত্বক থাকবে টানটান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App