×

বিনোদন

টুকরো খবর

Icon

প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

>> শাহরুখ খানের সঙ্গে আবারো কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন পরিচালক নিখিল আদবাণী। কিন্তু নায়ককে নিয়ে কোনো অ্যাকশন সিনেমা বানাবেন না নিখিল। পরিচালক জানান, তিনি একটি অ্যাকশন ছবির পরিবর্তে হলিউড রিমেকের কথা ভাবছেন। বহুল প্রশংসিত ‘কাল হো না হো’র পর শাহরুখের সঙ্গে আর কাজ করার সুযোগ হয়নি। কারণ, এত দিন ধরে শাহরুখের মতো সুপারস্টারের জন্য উপযুক্ত চিত্রনাট্য খুঁজে পাচ্ছিলেন না তিনি। তিনি এবার কিং খানের সঙ্গে হলিউড জনপ্রিয় ছবি ‘দ্য ব্রিজ অব ম্যাডিসন কাউন্টি’র রিমেক করার কথা ভাবছেন। ছবিটি ১৯৯৫ সালে মুক্তি পেয়েছিল। রবার্ট জেমস ওয়ালার বেস্টসেলিং উপন্যাস অবলম্বনে তৈরি হয়েছিল এটি।

>> এবার ওটিটিতে আসছে ব্লকবাস্টার ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’। সিনেমাটির হিন্দি সংস্করণ খুব শিগগিরই দেখা যাবে নেটফ্লিক্সে। সঙ্গে অন্যান্য ভাষার সংস্করণ আসছে অ্যামাজন প্রাইম ভিডিওতে। জানা গেছে, আগামী ২২ আগস্ট ওটিটিতে মুক্তি পেতে চলেছে ‘কল্কি ২৮৯৮ এডি’। নাগ অশ্বিন পরিচালিত, ‘কল্কি ২৮৯৮ এডি’ দারুণভাবে ভারতীয় পৌরাণিক কাহিনির সঙ্গে বৈজ্ঞানিক কল্পকাহিনিকে মিশ্রিত করে নির্মিত হয়েছে। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন প্রভাস, দীপিকা পাড়–কোন এবং অমিতাভ বচ্চন। এছাড়া ছবিতে রয়েছেন দিশা পাটানি, ব্রহ্মানন্দম, শাশ্বত চ্যাটার্জি, রাজেন্দ্র প্রসাদ, কমল হাসান প্রমুখ।

>> অনিশ্চয়তায় শাকিব খানের ‘বরবাদ’ নামের একটি সিনেমার শুটিং। যে সিনেমাটি পরিচালনা করবেন নাট্য পরিচালক মেহেদী হাসান হৃদয়। এটি হতে যাচ্ছে পরিচালকের প্রথম সিনেমা। সিনেমাটিতে ফের শাকিব খানের নায়িকা হতে যাচ্ছেন ইধিকা পাল। আগস্ট বা সেপ্টেম্বর মাসের শেষে শুটিং শুরু হওয়ার কথা ছিল বরবাদের। কিন্তু দেশের চলমান এই অস্থিরতায় সিনেমাটির শুটিং পিছিয়ে যায়। নায়ক শাকিব এই মুহূর্তে যুক্তরাষ্ট্রে রয়েছেন। নির্মাতা জানিয়েছেন, তিনি ফিরলে সিদ্ধান্ত হবে শুটিংয়ের ব্যাপারে। জানা গেছে, শাকিব খান আগামী ২৬ বা ২৭ তারিখে দেশে আসবেন। দেশে ফেরার কয়েক দিন পরই ফের কলকাতায় যাবেন তিনি। ব্যস্ত হয়ে পড়বেন ‘দরদ’ সিনেমার প্রচারে।

:: বিনোদন ডেস্ক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পেশাদার সাংবাদিকতা করেছি, আমি সরকারের সুবিধা নেইনি

রিমান্ড শুনানিতে শ্যামল দত্ত পেশাদার সাংবাদিকতা করেছি, আমি সরকারের সুবিধা নেইনি

১৭ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৭ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে, কী বলছেন বিশেষজ্ঞরা?

শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে, কী বলছেন বিশেষজ্ঞরা?

কবির, নূরুল, তৌফিকসহ আরো যারা গ্রেপ্তার হলেন

কবির, নূরুল, তৌফিকসহ আরো যারা গ্রেপ্তার হলেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App