ব্রেকিং |
বৃদ্ধকে ধাক্কা মারলেন শাহরুখ খান
কাগজ ডেস্ক
প্রকাশ: ১২ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
শাহরুখ খান
আচমকাই সোশ্যাল মিডিয়ায় বিতর্কের কেন্দ্রবিন্দুতে শাহরুখ খান। ইতিহাসের পাতায় নাম লেখানোর দিনই কিং খানের কপালে জুটল তিরস্কার। গত শনিবার লোকার্নো চলচ্চিত্র উৎসবের ৭৭তম আসরে প্রথম ভারতীয় সেলিব্রিটি হিসেবে আজীবন সম্মাননা পুরস্কার ‘পার্দো আল্লা ক্যারিয়ারা’-এ সম্মানিত হন নায়ক। তবে সেই সাফল্যকে ছাপিয়ে গেল এক বিতর্ক। অনুষ্ঠানের রেড কার্পেট ভিডিও সামাজিক মাধ্যমে তুমুল ভাইরাল, যেখানে ক্যামেরার সামনে পোজ দেয়ার সময় এক বৃদ্ধকে সজোরে ধাক্কা মারতে দেখা গেল শাহরুখ খানকে।
লোকার্নো ফিল্ম ফেস্টিভ্যালের রেড কার্পেটে শাহরুখের একটি ভিডিও শেয়ার করেন এক এক্স ব্যবহারকারী, যেখানে অভিনেতা একপাশে ফটোগ্রাফারদের পাশে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির দিকে এগিয়ে যান। অভিনেতা আপাতদৃষ্টিতে ব্যক্তিটিকে ‘ধাক্কা’ দিয়েছিলেন যাতে তিনি ছবি তোলার সময় ফ্রেমে না আসেন। ওই বয়স্ক ব্যক্তি এরপর হাত তুলে ক্ষমাও চান শাহরুখের কাছে। যদিও বলিউড বাদশার এহেন আচরণে হতভম্ব নেটিজেনরা। অধিকাংশই শাহরুখের সমালোচনায় মুখর হয়েছেন।
একজন এক্স ব্যবহারকারী বলেন, ‘ওই বৃদ্ধকে শাহরুখ এভাবে ধাক্কা দিলেন!! লজ্জা হওয়া উচিত শাহরুখ খানের।’ আরেকজন টুইট করেছেন, ‘আসলে এটা মোটেই কৌতুকপূর্ণ আচরণ নয়, শাহরুখের ঔদ্ধত্য! বৃদ্ধ লোকটি যদি শাহরুখের সঙ্গেও একই কাজ করেন। যদিও শাহরুখ ভক্তরা দাবি করেন, নিছকই মজা করে প্রিয় তারকা ওই ব্যক্তিকে ধাক্কা মেরেছেন। এটা ‘কৌতুকপূর্ণ’ আচরণ। অনেক শাহরুখ ভক্ত দাবি করেন, ওই ব্যক্তি শাহরুখের পুরনো বন্ধু, তাই অহেতুক নেতিবাচকতা ছড়ানোর দরকার নেই।
এদিন পুরস্কার হাতে নিয়ে মঞ্চে দাঁড়িয়ে বলিউড কিং খান বলেন, ‘এটা ভীষণ ভারী।’ তারপর সেই পুরস্কার সাইডে রেখে অভিনেতা বলেন, ‘আমি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই যে আপনারা আমায় এভাবে সাদর আমন্ত্রণ জানিয়েছেন তার জন্য। আমি পর্দায় যেভাবে হাত ছড়াই তার থেকে বেশি হাত ছড়িয়ে আমায় আপন করে নিয়েছে লোকার্নর এই গরম শহর। এখানকার মানুষ ভীষণই সুন্দর, সাংস্কৃতিক এবং শৈল্পিক মনোভাবের।’