×

বিনোদন

রাহুলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাহুলের ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার

পরিচালক রাহুল মুখোপাধ্যায়

অবশেষে হাসি ফুটল ভারতীয় পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের মুখে! এবার নিজেদের আনুষ্ঠানিক সিদ্ধান্ত জানিয়ে দিল ফেডারেশন। গোপনে শুটিং করার দায়ে অভিযুক্ত পরিচালকের ওপর অসহযোগিতামূলক মনোভাব থেকে সরে দাঁড়াল ফেডারেশন। তবে ফেডারেশন ভাঙলেও মচাকালো না! বরং জানল সবই হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইচ্ছাকে মান্যতা দিতে। প্রায় দুই দিন কর্মবিরতি থাকার পর গত বুধবার থেকে স্বাভাবিক ছন্দে ফিরেছিল টালিপাড়া।

তবে রাহুল এসভিএফের পূজার ছবি পরিচালনার দায়িত্বে থাকছেন কিনা, সেই নিয়ে সাসপেন্স বজায় ছিল। অবশেষে রবিবার রাতে মিলল উত্তর। এদিন ম্যারাথন বৈঠক শেষে ফেডারেশন সিদ্ধান্ত নেয়, রাহুলের ওপর জারি তিন মাসের নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে। প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ডিরেক্টরস গিল্ডের সুপারিশ মেনে রাহুল মুখোপাধ্যায়কে গুপী শুটিং করার জেরে গত ২০ জুলাই থেকে তিন মাসের জন্য ‘ব্যান’ করা হয়েছিল। অর্থাৎ পরিচালক রাহুলের সঙ্গে সহযোগিতা করে ফ্লোরে কাজ করবেন না কোনো টেকনিশিয়ান।

এরপর লেখা রয়েছে, ‘গত ৩০ জুলাই মুখ্যমন্ত্রী ফোনে আমাদের সভাপতি স্বরূপ বিশ্বাসের সঙ্গে কথা বলেন এবং কিছু পরামর্শ দেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী আমাদের অভিভাবক। তার পরামর্শকে যথাযথ সম্মান ও মর্যাদা দিয়ে ৬ আগস্ট থেকে রাহুল মুখোপাধ্যায়ের সঙ্গে নন-কোঅপারেশন প্রত্যাহার করা হলো’।

ফেডারেশনের ৫৫তম বার্ষিক সাধারণ সভায় রাহুলের সঙ্গে অসহযোগিতার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, তাই পুনরায় জরুরি ভিত্তিতে সাধারণ সভা ডেকে ঐকমত্যের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেয়া হবে বলে জানানো হয়েছে। রাহুলের ওপর থেকে ফেডারেশন অসহযোগিতা প্রত্যাহার করায় স্বস্তির নিঃশ্বাস ফেলছে প্রযোজনা সংস্থা এসভিএফ। তাড়াতাড়ি ছবির শুটিং শুরু করতে চান তারা। এই গোটা বিতর্কে শুরু থেকেই রাহুলের পাশে দাঁড়িয়েছেন এসভিএফের শ্রীকান্ত মোহতা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

শেখ হাসিনা ও শম্ভুসহ ২৩১ জনের নামে হত্যা মামলা

শেখ হাসিনা ও শম্ভুসহ ২৩১ জনের নামে হত্যা মামলা

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ২২৭ জনের বিরুদ্ধে ৫ অভিযোগ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনাসহ ২২৭ জনের বিরুদ্ধে ৫ অভিযোগ

দেশের ডাকে সাড়া দিয়েছি: নওশাবা

দেশের ডাকে সাড়া দিয়েছি: নওশাবা

ছাত্র-জনতার ওপর গুলি: সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

ছাত্র-জনতার ওপর গুলি: সাবেক ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App