কন্যা সন্তানের মা হলেন ফারিয়া
প্রকাশ: ০৭ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক : কন্যা সন্তানের মা হয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল ফারিয়া শাহরিন। সোমবার রাতে আনন্দের খবরটি সামাজিক যোগাযোগ মাধ্যমে জানিয়েছেন তিনি। মেয়ের নাম রেখেছেন ফারহানা শাহরিন।
দীর্ঘদিনের প্রেমিক মুনিম মাহফুজ রিয়ানের সঙ্গে ২০২১ সালে আংটি বদল করেন ‘ব্যাচেলর পয়েন্ট’ খ্যাত এই অভিনেত্রী। গত বছর পারিবারিকভাবে তাদের বিয়ে হয়। গত ১২ মে, মা দিবসে মা হওয়ার সুখবরটি দেন তিনি। আজ ফেসবুক পোস্টে এই অভিনেত্রী লিখেছেন, ‘রাজকন্যার মা হয়েছি। সবাই দোয়া করবেন।’
লম্বা সময় ধরে ছোট পর্দার নাটকে অভিনয় করছেন ফারিয়া শাহরিন। কাজল আরেফিন অমির ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকে অন্তরা চরিত্র দিয়ে ব্যাপকভাবে আলোচিত হন তিনি। ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকটি তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ একটি কাজ।
উল্লেখ্য, ২০০৭ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতায় প্রথম রানার্সআপ হয়েছিলেন ফারিয়া। একটি মুঠোফোন কোম্পানির ‘কথা দিলাম’ প্যাকেজের বিজ্ঞাপনচিত্র তার পরিচিতি বাড়িয়ে দেয়। তিনি অভিনয় করেছেন চলচ্চিত্রেও।