×

বিনোদন

টুকরো খবর

Icon

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

>> প্রাক্তন ব্রাজিলিয়ান মডেল ও ইনফ্লুয়েন্সার ক্যাট টরেস। মানব পাচার এবং নারীদের দিয়ে দাসত্বের অভিযোগে আট বছরের কারাদণ্ডে দণ্ডিত হয়েছেন তিনি। সামাজিক মাধ্যমে সবার চোখে ক্যাট টরেস ছিলেন পরোপকারী এক নারী। দুস্থ তরুণীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে সচেতনতামূলক ভিডিও পোস্ট করতেন নিয়মিত। তবে এসব কিছুই ছিল তার ফাঁদ। যেই ফাঁদে পা দেয়া তরুণীদের ‘ক্রীতদাসে’ পরিণত করতেন তিনি। এরপর দেহব্যবসায় বাধ্য করতেন। ক্যাট টরেস নামের এই নারীকে ৮ বছরের সাজা দিয়েছেন আদালত। যার সঙ্গে জনপ্রিয় অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সুসম্পর্ক ছিল।

>> ‘কাভি আলভিদা না ক্যাহনা’ ও ‘হ্যাপি নিউ ইয়ার’ সিনেমায় শাহরুখ খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন অভিষেক বচ্চন। এবার শাহরুখ ও সুহানা খানকে নিয়ে তৈরি সুজয় ঘোষের নতুন ছবিতে দেখা যাবে অভিষেক বচ্চনকে। এই ছবিতে নাকি খলনায়কের চরিত্রে দেখা যাবে জুনিয়র বিগবিকে। এবারই প্রথম প্রতিপক্ষ হিসেবে হাজির হবেন শাহরুখ ও অভিষেক। সম্প্রতি শাহরুখ তার এক্স হ্যান্ডেলে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা গেছে, সিনেম্যাটোগ্রাফার সন্তোষ শিবনের কান পুরস্কার নিয়ে শুভেচ্ছা জানিয়েছেন শাহরুখ। আর সেই ভিডিওতেই নায়কের পাশের টেবিলে দেখা গেছে ‘কিং’ খানের চিত্রনাট্য!

>> রোমানিয়ায় একটি কনসার্টে গাঁজা সেবনের অভিযোগে মার্কিন র‌্যাপার তারকা উইজ খলিফাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত রবিবার পূর্ব রোমানিয়ার কস্টিনেস্টি গ্রামে একটি কনসার্টে এ ঘটনা ঘটে। উইজ খলিফার গ্রেপ্তারের ব্যাপারে প্রসিকিউটররা জানিয়েছেন, র‌্যাপারের কাছে গাঁজা পাওয়া গেছে। এ কারণেই গ্রেপ্তার করা হয়েছে তাকে। রোমানিয়ান অ্যান্টি-অর্গানাইজড ক্রাইম প্রসিকিউটররা এক বিবৃতিতে জানিয়েছেন, কস্টিনেস্টিতে অনুষ্ঠিত একটি অনুষ্ঠানে পারফরম্যান্সের সময় উইজ খলিফার কাছ থেকে ১৮ গ্রামের বেশি গাঁজা পাওয়া গেছে। তিনি একটি হাতে তৈরি সিগারেটে গাঁজা সেবন করছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে বলেও জানানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা গেছে, অনুষ্ঠান থেকে উইজ খলিফাকে বের করে দিচ্ছে পুলিশ।

>> ঢাকায় নতুন সিনেমার শুটিং করছেন কলকাতার অভিনেত্রী পাওলি দাম। এ ছবির নাম ‘নীল জোছনা’। এ ছবি দিয়ে দীর্ঘদিন পর সিনেমায় ফিরছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন। এই ছবিতে শাওন ও পাওলি অভিনয় করছেন পার্থ বড়ুয়া, এফ এস নাঈম, ইন্তেখাব দিনারের সঙ্গে। জানা গেছে, ফাখরুল আরেফীন খান পরিচালিত সিনেমাটির শুটিং শেষের পথে। আজ মানিকগঞ্জে শুটিংয়ের মধ্য দিয়ে শেষ হবে এর ৯৫ শতাংশ দৃশ্যায়ন। এর আগে ৪ জুলাই বিএফডিতে শুটিং শুরু হয় ছবিটির। এতে যোগ দিতে ঢাকায় আসেন পাওলি। ছবির অন্য শিল্পীদের সঙ্গে শুটিংয়ে যোগ দেন তিনি। শুটিং শেষ করে আগামীকাল কলকাতায় ফিরে যাবেন তিনি।

:: বিনোদন ডেস্ক

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পেশাদার সাংবাদিকতা করেছি, আমি সরকারের সুবিধা নেইনি

রিমান্ড শুনানিতে শ্যামল দত্ত পেশাদার সাংবাদিকতা করেছি, আমি সরকারের সুবিধা নেইনি

১৭ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৭ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে, কী বলছেন বিশেষজ্ঞরা?

শেখ হাসিনার পদত্যাগপত্র কতটা গুরুত্ব বহন করে, কী বলছেন বিশেষজ্ঞরা?

কবির, নূরুল, তৌফিকসহ আরো যারা গ্রেপ্তার হলেন

কবির, নূরুল, তৌফিকসহ আরো যারা গ্রেপ্তার হলেন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App