তারকাকথন
প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
আমি ওদের ব্যক্তিগতভাবে চিনি না। আমার মনে হয়, বিয়ে এমন একটা বিষয় যেটা ঘনিষ্ঠ পরিজনদের নিয়ে ব্যক্তিগত পরিসরে হয়ে থাকে। আমি নিশ্চিত, ওদের এমনিতেই বহু বন্ধু ও পরিজন রয়েছেন। আমি এমন বিয়েতেই যাই, যেখানে পরিবারের সঙ্গে অতিথির যেন ন্যূনতম যোগাযোগ ও সম্পর্ক থাকে।
তাপসী পান্নু, (অনন্ত অম্বানি ও রাধিকা মার্চেন্টের
বিয়েতে না যাওয়া প্রসঙ্গে)