জন্মদিনে জয়ার নতুন সিনেমা
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক : দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসানের জন্মদিন ছিল গতকাল। আর এই দিনে ভক্তদের বিশেষ উপহার দিলেন অভিনেত্রী। প্রকাশ করেছেন নতুন সিনেমা ‘ওসিডি’র টিজার। সামাজিক মাধ্যমে শেয়ার করা টিজারের ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘চাঁদের কলঙ্ক কি পরিষ্কার হয়? জীবনের কলঙ্ক? সমাজের কলঙ্ক? উত্তর নিয়ে আসছে ওসিডি এবার প্রাণপণে সরাবে জঞ্জাল!’ ‘ওসিডি’ শব্দটি অবসেসিভ কমপালসিভ ডিজঅর্ডারের শর্টফর্ম হিসেবে ব্যবহার করা হয়। তার যোগ নতুন এই সিনেমায় কতটা রয়েছে তা অদূর ভবিষ্যতেই জানা যাবে। ‘ওসিডি’ সিনেমার পরিচালনা করেছেন সৌকর্য ঘোষাল। সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন জয়া। তার চরিত্রের নাম শ্বেতা। জয়ার ছাড়াও ছবিতে অন্যান্য চরিত্রে অভিনয় করছেন অনসূয়া মজুমদার, কৌশিক সেন, ফজলুর রহমান বাবু প্রমুখ। সিনেমাটি প্রযোজনা করেছেন পূজা চট্টোপাধ্যায়। সংগীত পরিচালনায় ছিলেন মেঘ বন্দ্যোপাধ্যায়। জয়ার অর্জনের ঝুলিতে রয়েছে একঝাঁক পুরস্কার। এ পর্যন্ত তিনি পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার, দুবার বাচসাস পুরস্কার, সাতবার মেরিল-প্রথম আলো পুরস্কার, তিনবার ভারতের ফিল্মফেয়ার এবং একবার টেলি সিনে পুরস্কার অর্জন করেছেন।