×

বিনোদন

ববির রেস্টুরেন্ট দখল

Icon

প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ববির রেস্টুরেন্ট দখল

বিনোদন প্রতিবেদক : সৎভাবে জীবনযাপন অব্যাহত রেখে আর্থিক সচ্ছলতার আশায় ব্যবসায় নামেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। গুলশান-২ এর ১১৩ নম্বর রোডের ওয়াই এন সেন্টারে ‘ববস্টার ডাইনিং’ নামে একটি রেস্টুরেন্ট কেনেন এই অভিনেত্রী। এরই মধ্যে ববির রেস্টুরেন্ট দখল, লুটপাট, প্রতারণা, অংশীদারকে হত্যাচেষ্টা, মারপিট এবং মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগ উঠেছে। গতকাল রেডওয়ার্কিড রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন ববি। গত ২২ জুন রাতে ববস্টার ডাইনিংয়ে লুটপাট ও মালামাল সরিয়ে নেয়ার ঘটনা ঘটে। ২৩ জুন দুপুরে ববির ব্যবসায়ীক অংশীদার মির্জা বাশার ঘটনাস্থলে গেলে তাকে মারপিট করা হয়। এ বিষয়ে ওইদিনই মামলা দায়ের করেন মির্জা বাশারের ছোট ভাই আব্বাস। একই দিনে মির্জা বাশার ও ববিকে আসামি করে রেস্টুরেন্ট ভবনের এজিএম সাকিব মিথ্যা মামলা দায়ের করেন বলে দাবি করেছেন ববি। সংবাদ সম্মেলনে ববি বলেন, গত এপ্রিল মাসে রেস্টুরেন্ট মালিক আমান তাদের রেস্টুরেন্ট হস্তান্তর করেন। এপ্রিল থেকে রেস্টুরেন্টের ভাড়া প্রতি মাসে আড়াই লাখ ও বিদ্যুৎ বিলসহ অন্যান্য খরচ পরিশোধ করে আসছেন নায়িকা। প্রায় ৫০ লাখ টাকা খরচ করে নতুন ডেকোরেশন করেন। চুক্তিপত্র, ফায়ার সেফটি ও বাণিজ্যিক অনুমতির প্রয়োজনীয় কাগজপত্র দেয়ার অনুরোধ করি। ববির অভিযোগ, যখনই ট্রেড লাইসেন্স করতে প্রয়োজনীয় কাগজপত্র চেয়েছেন তখন থেকে হঠাৎ করেই আগের মালিক আমান, শাহিনা ইয়াসমিন, জাওয়াদ, ভবনের দায়িত্বে থাকা জয়, সাকিবসহ অন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা তাদের হয়রানি শুরু করেন। ববি আরো বলেন, ‘আমান, শাহিনা ও জাওয়াদ মিলে আমাদের সঙ্গে এক ভয়াবহ প্রতারণা করেছেন। তারা অবৈধ রেস্টুরেন্ট বাঁচাতে না পারার ভয়ে বিক্রি করে টাকা তুলে নেয়ার ফাঁদ পাতেন। সেই ফাঁদে আমাদের ফেলা হয়েছে। বাণিজ্যিক কোনো অনুমতি না থাকার পরও মাত্র তিন মাসের লিখিত প্রতিশ্রæতি দিয়ে আমাদের প্রায় ৮০ লাখ টাকা বিনিয়োগ করিয়েছে এবং তারা আমাদের থেকে ভাড়াও নিচ্ছে।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ভারত সিরিজে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে টাইগাররা

ভারত সিরিজে যেসব রেকর্ডের দ্বারপ্রান্তে টাইগাররা

বাংলাদেশ সিরিজে বিশ্রামে থাকছেন ভারতের যেসব তারকা

বাংলাদেশ সিরিজে বিশ্রামে থাকছেন ভারতের যেসব তারকা

সাবেক সংসদ সদস্য এনামুল হক গ্রেপ্তার

সাবেক সংসদ সদস্য এনামুল হক গ্রেপ্তার

'বাকের ভাই'-আসাদুজ্জামান নূর গ্রেপ্তার, নেয়া হতে পারে রিমান্ডে

'বাকের ভাই'-আসাদুজ্জামান নূর গ্রেপ্তার, নেয়া হতে পারে রিমান্ডে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App