কনসার্টে মোনালির সঙ্গে দুর্ব্যবহার
প্রকাশ: ০২ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিনোদন ডেস্ক : সদ্যই মাতৃহারা হয়েছেন সংগীতশিল্পী মোনালি ঠাকুর। ধীরে ধীরে জীবনের মূলস্রোতে ফেরার চেষ্টা করছেন তিনি। এসবের মাঝেই হঠাৎ ঘটে একটি অঘটন। ভোপালের একটি কলেজে কনসার্ট চলাকালে গায়িকা মোনালি ঠাকুরের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। এক ব্যক্তি মোনালি ঠাকুরকে নিয়ে আপত্তিকর মন্তব্যও করেন। যা কানে আসতেই রীতিমতো ক্ষুব্ধ গায়িকা। এমনকি কনসার্ট বন্ধ করে দিতেও উদ্ধত হন। জানা যায়, গত ২৯ জুন ভোপালের এসএজিই বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান করতে গিয়েছিলেন মোনালি। সেখানে কনসার্টে কলেজের ছাত্রছাত্রীরা যেমন ছিলেন, তেমনই প্রচুর মানুষের ভিড়ও জমেছিল। কিন্তু এরপর হঠাৎ কনসার্ট বন্ধ করে দেন মোনালি। মোনালি ঠাকুর ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা এক ব্যক্তির দিকে ইঙ্গিত করে বলেছিলেন, তিনি তার শরীর নিয়ে অনবরত মন্তব্য করছেন। মোনালি বিষয়টিকে ‘যৌন হয়রানি’ বলেও অভিহিত করেছেন এবং বলেছেন যে কিছু লোক ভিড়ের মধ্যে এই ধরনের মন্তব্য করছেন। তখন মোনালি ওই ব্যক্তিকে বলেন, তুমি অনেক ছোট। এই ধরনের কথা কাউকে বলা উচিত নয়। মোনালি জানান, এই বিষয়ে তিনি আওয়াজ তুলতে বাধ্য হয়েছিলেন। আর যখনই তিনি সুযোগ পেয়েছেন, কথা বলেছেন বিষয়টি নিয়ে। এই ঘটনার পর পরিস্থিতি একটু শান্ত হলে মোনালি ঠাকুরের কনসার্ট আবার শুরু হয় এবং আবারো তিনি গান গাইতে শুরু করেন। তবে অভিযুক্ত ওই ব্যক্তি এই বিষয়ে দাবি করেন, তিনি কেবল মোনালির নাচের স্টেপ নিয়ে মন্তব্য করেছিলেন। আপত্তিকর কিছুই বলেননি।