বলিউডে আরিফিন শুভ
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
বিনোদন প্রতিবেদক : গত বছর ‘মুজিব : একটি জাতির রূপকার’ সিনেমার মাধ্যমে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন ঢালিউড চিত্রনায়ক আরিফিন শুভ। সিনেমাটির মাধ্যমে আন্তর্জাতিক অঙ্গনে বেশ পরিচিতি লাভ করেন এই অভিনেতা। এমন সাফল্যের পরও অনেকদিন ধরে পর্দায় অনুপস্থিত এই অভিনেতা। চলতি বছরে এখন পর্যন্ত পর্দায় দেখা যায়নি শুভকে। তবে শোনা যাচ্ছে, বাংলাদেশের মুক্তিযুদ্ধের গল্প নিয়ে ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছেন বলিউডের নির্মাতা সৌমিক সেন। বলিউডের এই সিরিজটিতে আরিফিন শুভর সঙ্গে এতে জুটি বাঁধবেন সৌরসেনী মৈত্র। জানা যায়, চিত্রনাট্যের প্রাথমিক খসড়া হয়ে গেছে। দুই অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক কথা বলাও নাকি শেষ। সব ঠিক থাকলে শিগগিরই শুটিং শুরু হবে। তবে এই বিষয়ে শিল্পী কিংবা পরিচালক কেউই কোনো কিছু স্পষ্ট করেননি। এই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে নির্মাতা বলেছেন, ‘বিষয়টি নিয়ে এখনই কিছু বলতে পারছি না।’ জানা যায়, সিরিজটির প্রযোজনায় থাকছেন অর্পিতা চট্টোপাধ্যায়। সিরিজটি নির্মিত হবে সনি লিভের জন্য। উল্লেখ্য, এর আগে ভারতের দুটি ওয়েব কন্টেন্টের কাজ শেষ করেছেন আরিফিন শুভ। অরিন্দম শীলের ওয়েব সিনেমা ‘১৯ এপ্রিল’ ও রাহুল মুখার্জির সিরিজ ‘লহু’তে দেখা যাবে তাকে।