×

বিনোদন

অন্তঃসত্ত্বা সোনাক্ষী সিনহা!

Icon

প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

অন্তঃসত্ত্বা সোনাক্ষী সিনহা!

বিনোদন ডেস্ক : জহির-সোনাক্ষীর বিয়ের এক সপ্তাহ হয়েছে। তার মধ্যেই শুক্রবার মুম্বাইয়ের এক হাসপাতালে ছুটলেন নবদম্পতি। আর এরপর থেকেই গুঞ্জন, অন্তঃসত্ত্বা সোনাক্ষী সিনহা। এমনিতে অভিনেত্রীকে নিয়ে নানা মহলে জোর সমালোচনা হয়েছে। অবশ্য কন্যার পাশে দাঁড়িয়েছেন বর্ষীয়ান অভিনেতা শত্রæঘœ সিনহা। সাত বছর ধরে সম্পর্কে থাকার পর গত ২৩ জুন পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের উপস্থিতিতে বিয়ে সেরেছিলেন সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল। তার কয়েক দিনের মধ্যেই ইন্টারনেটে ছড়িয়ে পড়ছে নবদম্পতির প্রথম সন্তান আগমনের খবর। ইনস্ট্যান্ট বলিউডের শেয়ার করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, সোনাক্ষী এবং জহিরের সাদারঙা মার্সিডিজ বেরিয়ে আসছে মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতাল থেকে। সেই সময়ই ক্যামেরাবন্দি হয়েছে গাড়িটি। শোনা যাচ্ছে, ওই সময় গাড়িতে ছিলেন নবদম্পতি। এই ভিডিও আসতেই সবাই জল্পনা করতে শুরু করেন, এই তারকা জুটির জীবনে আসতে চলেছে তাদের প্রথম সন্তান। অনেকে আবার আলিয়া ভাটের উদাহরণও টেনে এনেছেন। কারণ রণবীর কাপুরের সঙ্গে বিয়ের কিছু সময়ের মধ্যেই সন্তান আগমনের খবর দিয়েছিলেন আলিয়া। এও শোনা যাচ্ছে, কোকিলাবেন হাসপাতালে ভর্তি শত্রæঘœ সিনহা। রুটিন চেক আপের জন্যই ভর্তি রয়েছেন তিনি। গত কয়েক মাস ধরে টানা ধকল যাচ্ছে তার ওপর দিয়ে। লোকসভা নির্বাচনের জন্য টানা তিন মাস প্রচার, তার পরই মেয়ের বিয়ে। সব মিলিয়ে নিজের স্বাস্থ্যের দিকে সেভাবে নজর দিতে পারেননি। তাই অবসর মিলতেই চিকিৎসা করাচ্ছেন অভিনেতা। তাকে দেখতেই এসেছিলেন মেয়ে-জামাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে ম্যানসিটি-ইন্টার মিলান-পিএসজি

চ্যাম্পিয়নস লিগে রাতে মাঠে নামছে ম্যানসিটি-ইন্টার মিলান-পিএসজি

মব জাস্টিস কী, কেন ঘটে, বন্ধের উপায় কী?

মব জাস্টিস কী, কেন ঘটে, বন্ধের উপায় কী?

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, গর্ভপাতে দাবি করেন ৭৫ লাখ টাকা

বিয়ের আগেই অন্তঃসত্ত্বা, গর্ভপাতে দাবি করেন ৭৫ লাখ টাকা

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি ক্ষমতার সুফল ভোগ করবে জনগণ: স্বরাষ্ট্র উপদেষ্টা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App