টুকরো খবর
প্রকাশ: ০১ জুলাই ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
ৎ শাহরুখের লিপে অভিজিতের গান, প্রায় দুই দশক ধরে এই দৃশ্যের সঙ্গেই পরিচিত ছিল দর্শকরা। তবে ম্যায় হু না-র পর তা ভেঙে যায়। অভিজিতের মনের ক্ষোভ কিন্তু এত বছরেও মেটেনি। ভারতীয় গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে অভিজিৎ ভট্টাচার্য বিস্ফোরক মন্তব্য করেছেন শাহরুখকে নিয়ে। বলেছেন, ‘আমরা দুজনেই আসলে জানি কী করতে চলেছি আমরা। আমি যদি তার কাছে এখন যাই, তার থেকে বয়সে ৬-৭ বছরের বড় হওয়ার সুবাদে তাকে বলতেই পারি, ‘অনেক হয়েছে এসব নাটক, আপনি একজন তারকা, আর তাই থাকবেন’। কিন্তু আমি যদি ছবিতে থাকি, তাহলে আমাকেও গুরুত্ব দিতে হবে। আমার মাঝে মাঝে মনে হয়, তিনি এমন এক মানুষ যিনি শো অফ করতে বেশি পছন্দ করেন অথবা হতে পারে তার হাতে সময় নেই। কিন্তু তিনি একেবারেই এরকম নন। আমি নিজেকেও চিনি, শাহরুখকেও খুব ভালো করে বুঝি। আমাদের দুজনের মধ্যে ভালো সম্পর্ক না থাকা সত্ত্বেও। তিনি জানেন আমি মনে আঘাত পেয়েছি।’
ৎ বলিউডের কিংবদন্তি শিল্পী আশা ভোঁসলে। সম্প্রতি প্রকাশিত হয়েছে এই গায়িকার জীবনী গ্রন্থ। যেখানে উপস্থিত ছিলেন ভারতের সিনেমা ও গান-সংশ্লিষ্ট বহু গুণীজন। আশা ভোঁসলের প্রতি নিজের অন্যরকম ভক্তি প্রদর্শন করে আলোচনায় জনপ্রিয় শিল্পী সোনু নিগম। এক ভিডিওতে দেখা যায়, মঞ্চে আশা ভোঁসলের পায়ের কাছে বসে আছেন সোনু। প্রথমেই বর্ষীয়ান গায়িকার পায়ে চুম্বন করেন। এর পরে তার দুই পা গোলাপ জল দিয়ে নিজের হাতে ধুয়ে দেন গায়ক। সোনুর ভক্তিপ্রকাশের এই ধরন দেখে মুগ্ধ নেটিজেনরা।
ৎ মারা গেছেন মার্কিন মিউজিশিয়ান ও অভিনেতা মার্টিন মুল। গত বৃহস্পতিবার লস অ্যাঞ্জেলসে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৮০ বছর। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার মৃত্যুর কথা জানিয়ে অভিনেতার মেয়ে লিখেছেন, ‘আমি এ সংবাদ ভীষণ মর্মাহত হয়ে শেয়ার করছি, দীর্ঘ অসুস্থতার বিরুদ্ধে কঠিন লড়াইয়ের পর আমার বাবা ২৭ জুন আমাদের বাড়িতে মারা গেছেন।’ ১৯৭০-এর দশকের টিভি সিরিজ ‘ফার্নউড টু নাইট’ দিয়ে বিনোদন জগতে যাত্রা শুরু করেছিলেন মার্টিন মুল। ‘ক্লু’ ও ‘অ্যারেস্টেড ডেভেলপমেন্ট’-এর মতো সিরিজে কাজ করেছেন। তার জনপ্রিয় কমিক সিরিজ ‘রোজেন’-এ কর্নেল মাস্টার্ডের চরিত্রটি দর্শকপ্রিয় হয়েছিল।
:: বিনোদন ডেস্ক