×

বিনোদন

যাদের ঝুলিতে ‘সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব’ পুরস্কার

Icon

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

যাদের ঝুলিতে ‘সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব’ পুরস্কার
বিনোদন প্রতিবেদক : দুই বাংলার মহানায়িকা একজনই। তিনি সুচিত্রা সেন। তার ৯৩তম জন্মদিন উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আয়োজিত হয় ‘সুচিত্রা সেন আন্তর্জাতিক বাংলা চলচ্চিত্র উৎসব’। শনি ও রবিবার নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে এ উৎসবে ৩৯টি ফিচারফিল্ম, ডকুফিল্ম ও শর্ট ফিল্ম প্রদর্শিত হয়। এ উৎসবের সমাপনী দিনে সেরা অভিনেতা, অভিনেত্রী ও নির্মাতাদের পুরস্কার দেয়া হয়। ‘পাশা’ সিনেমার নায়ক চরিত্রে অভিনেতা রাজুব ভৌমিক ‘প্রবাসের সেরা অভিনেতা’ হিসেবে পুরস্কার পান। তার হাতে পদক তুলে দেন অভিনেত্রী রেখা আহমেদ ও লুৎফুন্নাহার লতা। মুক্তিযোদ্ধা নুরুন্নবীর লেখা বই ‘বুলেট অব দ্য সেভেন্টি ওয়ান : অ্যা ফ্রিডম ফাইটারস স্টোরি’ অবলম্বনে ‘ড. নূরন্নবী : আজীবন মুক্তিযোদ্ধা’ প্রামাণ্যচিত্রের নির্মাতা নাদিম ইকবালকে সেরা পরিচালকের পুরস্কার তুলে দেন রেখা আহমেদ। ডকুফিচার ক্যাটাগরিতে পুরস্কার পান ‘অবাঞ্ছিত যমজ’ ছবির নির্মাতা নানজিবা খান। তার হাতে পদক তুলে দেন রুমানা ও বন্যা। এছাড়া অভিনেতা ফেরদৌস আহমেদ ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে বিশেষ সম্মাননা দেয়া হয়। তাদের হাতে পদক তুলে দেন উৎসবের অন্যতম পৃষ্ঠপোষক শাহনেওয়াজ ও আকাশ রহমান। এ সময় মঞ্চে ছিলেন অভিনেত্রী মৌসুমী। পুরস্কার পর্বটি উপস্থাপনা করেন শাহরিয়ার নাজিম জয়। ‘সুচিত্রা সেন মেমোরিয়্যাল, ইউএসএ’-এর আয়োজনে উৎসবের মূল সংগঠক ছিলেন হাসানুজ্জামান সাকি এবং আহ্বায়ক গোপাল সান্যাল।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App