খাল-জলাশয় দখল করে যেখানে সেখানে বাঁধ
বেগমগঞ্জে বন্যার পানি কমলেও কাটছে না জলাবদ্ধতা
প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
গোলাম মহিউদ্দিন নসু, বেগমগঞ্জ (নোয়াখালী) থেকে : বেগমগঞ্জে বন্যার পানি কমলেও এলাকার জলাবদ্ধতা কাটেনি। স্থানীয় মাছ চাষিরা অপরিকল্পিতভাবে সরকারি-বেসরকারি খাল বা জলাশয় দখল করে যেখানে সেখানে বাঁধ দিয়ে পানি নামার পথ বন্ধ করে ফেলেছেন। দেশের অন্যতম বাণিজ্যিক শহর চৌমুহনীর চার মোহনার খালগুলো দখল করে দোকান, বাসা-বাড়ি তৈরি করায় নৌকা চলাচল ও পানির প্রবাহ বন্ধ হয়ে গেছে। চৌমুহনী বাজার এলাকায় পানি উন্নয়ন বোর্ডের মালিকানাধীন খাল পাড়সংলগ্ন কিছু জায়গা অবৈধভাবে বন্দোবস্ত দিয়ে খালের মধ্যে দোকানঘর সম্প্রসারণ করার সুযোগ করে দিয়ে পানি চলাচল বিঘিœত করেছে। তাছাড়া কিছু অসাধু ব্যবসায়ী ময়লা-আবর্জনা ফেলে মূল খালটা বন্ধ করে খাল দখলের চেষ্টায় রয়েছে। জনস্বার্থবিরোধী এসব কাজ দেখভালে প্রশাসনের দায়িত্বশীল ভূমিকা না থাকায় প্রতি বছরের মতো এবারো জলাবদ্ধতা দেখা দিয়েছে। এ জলাবদ্ধতার কারণে বন্যাকবলিতরা আশ্রয়কেন্দ্র ছেড়ে নিজ বাড়িঘরে যেতে পারছে না।
চৌমুহনী পৌরসভার গনিপুর এলাকার বাসিন্দা রেজাউল বেগমগঞ্জ পাইলট স্কুলে সপরিবার আশ্রয় নিয়েছিলেন। পানি কমলেও এখনো স্কুল ছাড়ছেন না। জানতে চাইলে কেঁদে কেঁদে বলেন, কীভাবে বাড়িতে যাব? এখনো ঘর শুকায়নি। তাছাড়া হাতে কোনো টাকা-পয়সা নাই। বন্যার সময় আমার পিকআপটি চুরি হয়ে গেছে। রোজ কামলা দিয়ে যে টাকা আয় করব তাও সম্ভব নয়। পুলিশ আমার গাড়িটার বিষয়ে এখনো কিছু করতে পারল না। কি করব কিছুই মাথায় আসছে না। সরকারি কোনো সাহায্যও পাচ্ছি না।
একলাশপুর ভিআইপি রোডের হানিফ বন্যার কারণে থাকেন পার্শ্ববর্তী বাড়ির একজনের বিল্ডিংয়ের ছাদে। বন্যার পানি ধীরগতিতে নামার কারণে এখনো চলাচলের রাস্তায় হাঁটু পানি। ঘরের পানি এখনো নামেনি। তিনি বলেন, টাকার অভাবে ঘর মেরামত করব তারও উপায় নেই। ভাড়ায় দেয়া সব রিকশা পানিতে নষ্ট হয়ে গেছে।
বেগমগঞ্জ উপজেলা দলিল লেখক সমিতির নেতা আনোয়ারুল করিম বলেন, চৌমুহনী চৌরাস্তা থেকে মাইজদী পর্যন্ত ১৫ কিলোমিটার জেলা সদরের একমাত্র রাস্তা। এ রাস্তার পাশে সড়ক বিভাগের মালিকানায় ছিল অন্তত ২০ হাত চওড়া খাল। এখন সে খালের মরা চেহারা থাকলেও দখলবাজদের বাড়ির রাস্তাসহ দোকানপাট নির্মাণ এবং অপরিকল্পিত মাছের ঘের বানিয়ে পানি চলাচল সম্পূর্ণ বন্ধ করে দিয়েছে। নোয়াখালী খালের চৌমুহনী অংশে যেসব দোকান, বাসা-বাড়ি বানিয়ে পানি চলাচল পথ বন্ধ করেছে, দ্রুততম সময়ে সেগুলো ভাঙতে হবে। কলেজ রোডের নৌকাঘাট আবার চালু করতে হবে। বড় পোলের চারপাশের ময়লার বাগাড় পরিষ্কার করতে হবে।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমান জানান, তিনি মূল খালের পানির প্রবাহ ঠিক রাখতে কাজ শুরু করছেন। এ কাজটি করার জন্য সরকারি বরাদ্দ না থাকায় বেসরকারি সহযোগিতা একান্ত প্রয়োজন। রসুলপুর ইউনিয়ন চেয়ারম্যান নিজ উদ্যোগে চৌমুহনী ফেনীমুখী খাল পরিষ্কার করার কাজকে ধন্যবাদ জানিয়ে সব চেয়ারম্যান ও এলাকার বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এছাড়া পানি উন্নয়ন বোর্ডেকে ডাকা হয়েছে, তারা কোনো উদ্যোগ নিচ্ছে না।
অপর প্রশ্নের জবাবে তিনি বলেন, এলাকার কিছু পশুসম্পদ রক্ষা পেলেও মাছচাষি ও কৃষি বিভাগের মৌসুমি ফসল নেই বললেই চলে। যার চূড়ান্ত হিসাব মতে, সরকারি প্রণোদনা না ফেলে অনেকে ঘুরে দাঁড়াতে পারবে না। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহাম্মদ উল্লা জানান, তার অফিসের লোকবল সমস্যা নিয়ে ১ লাখ ৩ হাজার ২৫টি পরিবারে ৪ লাখ ৭০ হাজার ৩শ জন ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে সরকারি ২৭০ মেট্রিক টন চাল ও ৮ লাখ ৫০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করা হয়েছে। বন্যাউত্তর ক্ষতিগ্রস্তদের সহায়তা করা জরুরি। কৃষি অফিসের ফজলে এলাহীর তথ্য মতে, প্রায় ৯ কোটি টাকার আউশ আমন এবং শাকসবজি- মসলার ক্ষতি হয়েছে।
মৎস্য অফিসার মাসুমা আক্তার জানান, প্রায় ১৬ কোটি টাকার মাছ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাণিসম্পদ কর্মকর্তা শাহ পরান জানান, ১৫ কোটি টাকার প্রাণিজ সম্পদের ক্ষতি হয়েছে।
সরকারিভাবে সহযোগিতা না পেলে এ ক্ষতি কাটিয়ে উঠা সম্ভব নয় বলে তারা মনে করেন।
এদিকে উপজেলা ৫০ শয্যা হাসপাতাল ও স্বাস্থ্য কর্মকর্তা অসীম কুমার জানালেন, বন্যাজনিত কারণে প্রতিদিন শতাধিক রোগী চিকিৎসা নিচ্ছে, যা দিন দিন বাড়বে। গ্রাম এলাকাসহ রোগীদের প্রয়োজনীয় সেবা দিতে ডাক্তারের সমস্যা না থাকলেও কলেরা স্যালাইন, পানি বিশুদ্ধকরণ টেবলেটসহ প্রাসঙ্গিক ওষুধের বরাদ্দ বাড়ানো দরকার।