×

এই জনপদ

তিন দফা বন্যায় ফসলের ক্ষতি

ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সুনামগঞ্জের কৃষকরা

Icon

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ফের ঘুরে দাঁড়ানোর চেষ্টায় সুনামগঞ্জের কৃষকরা

মো. সাজ্জাদ হোসেন শাহ্, সুনামগঞ্জ থেকে : হাওরের জেলা সুনামগঞ্জের হাওরাঞ্চলে দফায় দফায় প্রাকৃতিক দুর্যোগে প্রতি বছর চরমভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রান্তিক কৃষকরা। চলতি বছর তিন দফা বন্যায় একদিকে যেমন ফসলের ক্ষতি হয়েছে অন্যদিকে ঘরবাড়ি বানের পানিতে ভেসে যাওয়ায় চরম বেকায়দায় পড়েছেন হাওরপাড়ের কৃষকরা। তবে সব হারিয়েও ঘুরে দাঁড়ানোর চেষ্টায় হাওরে এখন ব্যস্ত সময় পার করছেন তারা। নতুন করে রোপণ করছেন স্বপ্নের সোনালি ফসল।

খোঁজ নিয়ে জানা যায়, বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করে চলতে হয় সুনামগঞ্জের হাওরপাড়ের কৃষকদের। কারণ এখানকার কৃষি ও অর্থনীতি বারবার ধাক্কা খায় বন্যায়। এ বছরও তিন দফা বন্যায় সুনামগঞ্জের ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবে বর্তমানে ক্ষতি পুষিয়ে নিতে ব্যস্ত সময় কাটছে হাওরপাড়ের কৃষকদের।

ধর্মপাশা উপজেলার গাবি গ্রামের কৃষক শামছুল হক বলেন, প্রতি বছর বন্যায় ফসলের ক্ষতি হলেও কৃষি বিভাগ থেকে তারা কোনো সহায়তা পাচ্ছেন না। সেই সঙ্গে বর্তমানে আমন ধান করতেও তাদের বাড়তি দামে সার বীজ কিনতে হচ্ছে।

সদর উপজেলার কোরবান নগর ইউনিয়নের কৃষক তমিজ আলী বলেন, প্রতি বছরই বন্যায় ফসলের ক্ষতি হয়। এ বছরও ফসলের প্রচুর ক্ষতি হয়েছে। কিন্তু কৃষি বিভাগ থেকে কোনো ধরনের সহযোগিতা আমরা পাই না। এখন চড়া সুদে ঋণ নিয়ে ঘুরে দাঁড়ানের আশায় আবারো ফসল বুনছি। বিশ্বম্ভরপুর উপজেলার কৃষক স্বপন কুমার বর্মন বলেন, চলতি বছর তিন দফা বন্যায় হাওরের জেলা সুনামগঞ্জের ফসলসহ বাড়িঘরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তবুও আমরা কৃষকরা সেই ক্ষতি কাটিয়ে উঠে নতুন করে ঘুরে দাঁড়ানোর আশায় ধারদেনা করে হাওরে চাষাবাদ করছি।

শুধু তমিজ আলী, শামছুল হক আর স্বপন কুমারই নয়, তিন দফা বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠে নতুনভাবে ঘুরে দাঁড়াতে সুনামগঞ্জের ১২ উপজেলার প্রায় ৩ লাখ কৃষক আমন ধান চাষ করতে প্রতিদিন কঠোর পরিশ্রম করছেন। কেউ ধান লাগাচ্ছেন, কেউ ফসলের মাঠে পড়ে থাকা ময়লা পরিষ্কার করছেন।

হাওরের প্রান্তিক কৃষকরা বলেন, এবারের চাষকৃত জমির ধান যদি কৃষকরা ঘরে তুলতে পারেন তাহলে একদিকে যেমন কমবে ঋণের বোঝা অন্যদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি মেরামত করে ঘুরে দাঁড়াতে পারবেন হাওরপাড়ের কৃষকরা।

সুনামগঞ্জ কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি বছর সুনামগঞ্জে রোপা আমনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৮৩ হাজার ৩শ হেক্টর। এরইমধ্যে ৫৫ হাজার হেক্টর জমিতে ধান রোপণ করা হয়েছে। যেখান থেকে ধান উৎপাদন হবে ২ লাখ ১৪ হাজার টন।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সুনামগঞ্জের উপপরিচালক বিমল চন্দ্র সোম জানিয়েছেন, আমরা প্রতিনিয়ত মাঠপর্যায়ে থেকে কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি। তবে সার বীজ যাতে কৃষকরা ন্যাযমূল্যে কিনতে পারেন সেদিকে আমাদের নজরদারি রয়েছে। চলতি বছর কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ না হলে প্রায় হাজার কোটি টাকার রোপা আমন ধান গোলায় তুলতে পারবেন কৃষকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৭-১ গোলের জয় নিয়ে আর্জেন্টিনার দারুণ সূচনা

৭-১ গোলের জয় নিয়ে আর্জেন্টিনার দারুণ সূচনা

আম্বানীর কর্মচারীর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন অনন্যা

আম্বানীর কর্মচারীর সঙ্গে প্রেম নিয়ে মুখ খুললেন অনন্যা

চট্টগ্রাম থেকে ওমানগামী উড়োজাহাজের ভারতে জরুরি অবতরণ

চট্টগ্রাম থেকে ওমানগামী উড়োজাহাজের ভারতে জরুরি অবতরণ

হঠাৎ আলোচনায় জেসিয়া ইসলামের গ্ল্যামার, সমালোচনা ও ব্যক্তিগত জীবন

হঠাৎ আলোচনায় জেসিয়া ইসলামের গ্ল্যামার, সমালোচনা ও ব্যক্তিগত জীবন

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App