কোটচাঁদপুরের ৫ ইউনিয়ন
আ.লীগ সমর্থিত জনপ্রতিনিধিদের পরিষদে যেতে নিষেধাজ্ঞা
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
কোটচাঁদপুর (ঝিনাইদহ) প্রতিনিধি : কোটচাঁদপুর উপজেলার ৫ ইউনিয়ন পরিষদের নির্বাচিত আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও মেম্বারদের ইউনিয়ন পরিষদে বসতে নিষেধ করা হয়েছে। স্ব স্ব ইউনিয়নের জামায়াত ও বিএনপির নেতারা ইউপি সচিবদের মাধ্যমে এ নির্দেশনা দিয়েছেন। এদিকে ১ নম্বর সাফদারপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নানের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দেয়া হয়েছে। ৫টি ইউনিয়নের চেয়ারম্যান ও সচিবরা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
জানা যায়, ২০২২ সালের ৪ জানুয়ারি ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বাররা শপথ গ্রহণের পর পরিষদের দায়িত্ব গ্রহণ করেন। গত ৫ আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করার পর থেকে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান ও মেম্বাররা পরিষদের স্বাভাবিক কার্যক্রম করতে পারছেন না। এর মধ্যে নতুন করে পরিষদে না যাওয়ার নির্দেশনা দেয়ায় এলাকার সাধারণ মানুষ নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। অফিস কক্ষে তালা ঝোলানোর বিষয়ে ১ নম্বর সাফদারপুর ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে অস্বীকার করেন তিনি। তবে এ ব্যাপারে কোটচাঁদপুর উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রাজ্জাক বলেন, এলাকার অতি উৎসাহিত কিছু লোক এ কাজ করছে। তবে তারা কেউ বিএনপির দলীয় লোক না। তিনি আরো বলেন, এ ধরণের অনাকাঙ্খিত ঘটনা বিএনপি কখনোই সমর্থন করে না।