কুমিল্লা
বন্যার্তদের মধ্যে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের খাদ্য বিতরণ
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
এম ফিরোজ মিয়া, কুমিল্লা থেকে : জেলার বুড়িচং উপজেলায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পক্ষ থেকে বন্যার্তদের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে উপজেলার বন্যাকবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে গাজীপুর মডেল মসজিদ এলাকায় বন্যার্তদের মধ্যে এই খাদ্যসামগ্রী বিতরণ করেন বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল এস এম জিয়া-উল আজিম। বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের সদস্য ডক্টর এ কে এম আজাদুর রহমান, প্রধান প্রকৌশলী (প্রকল্প) মো. আব্দুর রহিম মল্লিক, নির্বাহী পরিচালক আসাফউদ্দৌলা, লেফটেন্যান্ট কর্নেল মো. মশিউর রহমান, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের পরিচালক (অর্থ) সাদ্দাম হোসেন, কুমিল্লা জোনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. আবদুল হান্নান, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর সিনিয়র জেনারেল ম্যানেজার প্রকৌশলী মো. মোস্তাফিজুর রহমান, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-৪ এর জেনারেল ম্যানেজার জাকির হোসেন কামাল, পল্লী বিদ্যুতায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হোসেন, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর বুড়িচং জোনাল অফিসের ডিজিএম মো. হাফিজুর রহমানসহ আরো অনেকে।
উপজেলার তিন শতাধিক বানভাসি মানুষের মধ্যে চাল, ডাল, তেল, আলু, লবন ও পেঁয়াজ বিতরণ করা হয়।