×

এই জনপদ

মধ্যনগরে নেতাকর্মীদের বেপরোয়া কর্মকাণ্ডে বিব্রত বিএনপি

Icon

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

মধ্যনগরে নেতাকর্মীদের বেপরোয়া কর্মকাণ্ডে বিব্রত বিএনপি

রাসেল আহমদ, মধ্যনগর (সুুনামগঞ্জ) থেকে : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এরপর আত্মগোপনে চলে যান আওয়ামী লীগের দলীয় অনেক নেতাকর্মী। এই সুযোগে আওয়ামী লীগের নাম ভাঙিয়ে দখলে থাকা অবৈধ বাণিজ্যের অধিকাংশ নিয়ন্ত্রণে নেন মধ্যনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম মজনু ও তার অনুসারী নেতাকর্মীরা। এ নিয়ে স্থানীয়দের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ বলছেন, হাসিনা সরকারের পতনের পর হামলা, ভাঙচুর, লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি ও চোরাকারবারে জড়িয়ে পড়েছেন বিএনপি নেতা আব্দুল কাইয়ূম মজনু ও তার অনুসারীরা।

সম্প্রতি এ নিয়ে বিএনপির জেলা পর্যায়ের শীর্ষ দুই নেতা মধ্যনগরে পৃথক সভা করে হুঁশিয়ারি দিলেও তা আমলে নিচ্ছে না আব্দুল কাইয়ূম মজনু।

জানা গেছে, উপজেলা বিএনপির প্রভাবশালী এই নেতার রয়েছে নিজস্ব লাঠিয়াল বাহিনী। দলের সবকটি অঙ্গসংগঠনে রয়েছে তার অনুসারী। বেপরোয়া এই নেতার বাহিনী ও অনুসারীদের প্রকাশ্য বিভিন্ন অপকর্মে বিব্রত উপজেলার বিভিন্ন ইউনিটের ত্যাগী বিএনপি নেতাকর্মী। তারা বলেন, দল এখনো ক্ষমতায় যায়নি। এখন এসব কর্মকাণ্ড সাধারণ ভোটারদের কাছে দলের ভাবমূর্তি নষ্ট করছে।

দলটির একাধিক সূত্র জানায়, মজনুর চাঁদাবাজি ও চোরাকারবার নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেয়ায় হামলা ও মামলার শিকার হয়েছেন দলের নিবেদিত কর্মী আশরাফ উদ্দিন হিল্লোল। গত ২৯ আগস্ট (বৃহস্পতিবার) রাতে মজনুর অনুসারী শতাধিক বিএনপি নেতাকর্মী হিল্লোলের বসতবাড়িতে সশস্ত্র হামলা ও ভাঙচুর করে। এলোপাথাড়ি কুপানো হয়েছে হিল্লোলের ভাই সাজিদের ব্যবসা প্রতিষ্ঠানে। প্রত্যক্ষ্যদর্শীরা জানান, মজনু নিজে উপস্থিত থেকে হামলা, মারপিট ও ভাঙচুরের ঘটনাটি ঘটান। হামলার শিকার হিল্লোল এখন প্রাণের ভয়ে বাড়িছাড়া।

নাম প্রকাশে অনিচ্ছুক মধ্যনগর বাজারের এক বাসিন্দা বলেন, সরকার পতনের দিন বিকাল থেকেই উপজেলার সবচেয়ে বড় বাণিজ্যিক কেন্দ্র মধ্যনগর বাজারের নিয়ন্ত্রণ নেন বিএনপির নেতাকর্মীরা। তিনি আরো জানান, ৫ আগস্ট রাতেই দুর্বৃত্তরা তার ব্যবসাকেন্দ্র ও বাসাসহ বাজারের বিভিন্ন ব্যবসায়ীর দোকান ও বাসাবাড়িতে হামলা করে ভাঙচুর চালায়।

যুবদল নেতা আশরাফ উদ্দীন হিল্লোল বলেন, শেখ হাসিনার পতনের পর মানুষ ভেবেছিল, মধ্যনগর বাজারে খাস কালেকশনের নামে চাঁদাবাজির হাত থেকে রক্ষা পাবে। কিন্তু পরে দেখি যে, আওয়ামী লীগ যা করেছে, এখন বিএনপি তা-ই করছে। তাহলে পার্থক্য কী হলো বিএনপিও চাঁদাবাজ, আওয়ামী লীগও চাঁদাবাজ। শুধু মধ্যনগর বাজার নয়, সীমান্তের আরেক বৃহত্তম বাণিজ্যকেন্দ্র মহিষখলা বাজারও এখন মজনুর নিয়ন্ত্রণে। স্থানীয় বিএনপি নেতা এম স্বপন জাহান জানান, বর্তমানে মহিষখলা সীমান্তে চোরাকারবারের নিয়ন্ত্রণে রয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ূম মজনুসহ বিএনপির আরো দুই শীর্ষস্থানীয় নেতা। এসব বিষয়ে জানতে বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাইয়ুম মজনুর মোবাইল ফোনে বার বার চেষ্টা করেও সংযোগ না পাওয়ায় তার বক্তব্য পাওয়া যায়নি। তবে উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হামিদ তালুুকদার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় নেতাকর্মীদের কোনো ধরনের হামলা, ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ, চাঁদাবাজি না করতে নির্দেশ দিয়েছিলেন। সেই নির্দেশ যারা অমান্য করে এসব ঘটনায় জড়িত হয়েছেন, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য, আব্দুল কাইয়ূম মজনুর অনুসারী বিএনপি নেতাদের মধ্যনগর বাজারে চাঁদাবাজি সংক্রান্ত ফোনালাপের রেকর্ড ভোরের কাগজের হাতে এসেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

৯ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ সুসম্পর্ক জোরদারে বড় বাধা: পররাষ্ট্র উপদেষ্টা

সীমান্ত হত্যা ভারত-বাংলাদেশ সুসম্পর্ক জোরদারে বড় বাধা: পররাষ্ট্র উপদেষ্টা

শাহরিয়ার আলম ও দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব তলব

শাহরিয়ার আলম ও দিলীপ আগরওয়ালার ব্যাংক হিসাব তলব

র‌্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ‘ছিনিয়ে নিলো’ বিএনপি নেতারা

র‌্যাবের গাড়ি থেকে আ’লীগ নেতাকে ‘ছিনিয়ে নিলো’ বিএনপি নেতারা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App