বন্দরের মদনপুর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মতিন
প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
দ্বীন ইসলাম, বন্দর (নারায়ণগঞ্জ) থেকে : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালামের অনুপস্থিতির কারণে অত্র ইউপির প্যানেল চেয়ারম্যান-১ এবং ৭ নম্বর ওয়ার্ডের সদস্য আ. মতিনকে অত্র মদনপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়েছে। গত বৃহস্পতিবার স্মারক নম্বর ০৫.৪১.৬৭০০.৭০১.৩৭.০১১.২৪-৪২৯ মোতাবেক নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় (স্থানীয় সরকার শাখা) থেকে প্রেরিত একটি অফিস আদেশের মাধ্যমে বিষয়টি অবহিত করা হয়েছে। অফিস আদেশে উল্লেখ করা হয় যে, উপর্যুক্ত বিষয়ে সূত্রোক্ত স্মারকের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, বন্দর উপজেলার মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের অনুপস্থিতির কারণে স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৩(২) ধারা মোতাবেক প্যানেল চেয়ারম্যান-১ জনাব আ. মতিন, সদস্য ৭ নম্বর ওয়ার্ডকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আর্থিক ও প্রশাসনিক ক্ষমতা অর্পণ করা হলো।