×

এই জনপদ

৮ বছর ধরে নিখোঁজ টেকনাফের ৩ যুবক

ফিরে পেতে পরিবারের আকুতি

Icon

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

  ফিরে পেতে পরিবারের আকুতি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : টেকনাফে ৮ বছরেও ফেরেনি টেকনাফ সদর ইউনিয়নের জাহাঁলিয়াপাড়া ২ নম্বর ওয়ার্ড এলাকার নিখোঁজ শামসু মিয়ার ছেলে মো. আব্দুল্লাহ। ঘরে কাঁদছেন তার মা-বাবা। ৮ বছর পেরিয়ে গেলেও থামছে না তাদের কান্না।

আব্দুল্লাহর সঙ্গে থাকা সেন্টমার্টিনের জয়নাল, টেকনাফ থেকে যাওয়া তার বন্ধু টেকনাফ সদর ইউনিয়নের জাহাঁলিয়া পাড়ার আবদুল মোতালেবের ছেলে জাহেদ হোসেন জাকুকে কক্সবাজার কলাতলী অবস্থান করা অবস্থায় রুম থেকে তুলে নিয়ে যায়। সেই থেকে তিনজনের এখনো খোঁজ পাওয়া যায়নি।

২০১৬ সালের ১৩ জানুয়ারি সকাল ৯টার দিকে মো. আব্দুল্লাহসহ তার বন্ধু মো. জয়নাল কক্সবাজার লিংক রোড এলাকায় মুরগির খাবারের পাত্র কিনতে দোকানের সামনে পৌঁছানোর কিছুক্ষণ পর সাদা পোশাকধারী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য পরিচয় দিয়ে দুজনকে অজ্ঞাত স্থানে নিয়ে যাওয়া হয়। অপহরণের পর থেকে পরিবারের পক্ষ থেকে অনেক চেষ্টা করা হলেও রহস্যের কূলকিনারা পাওয়া যায়নি। এমনকি প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে ধর্ণা দিয়েও কোনো ফল পাওয়া যায়নি। ফলে উদ্বেগ ও উৎকণ্ঠায় দিনাতিপাত করছে পরিবার। পরিবারে বিরাজ করছে গভীর হতাশা ও শূন্যতা। এখনো ফিরে পাওয়ার আশায় প্রহর গুনছেন মা-বাবা, ভাই-বোনসহ আত্মীয়স্বজনরা।

ছেলেকে হারিয়ে নির্বাক মো. আব্দুল্লাহর মা রহিমা খাতুন। ঘটনার পর থেকে তিনি ধীরে ধীরে নির্জীব হয়ে পড়েছেন। এছাড়া ছেলেকে হারিয়ে এখন পাগলপ্রায়, কান্না আর থামছে না বছর ধরে। কিন্তু ছেলে আর ফিরে আসে না। মা রহিমা খাতুন বলেন, আমার ছেলে কোনো ধরনের রাজনীতিতে জড়িত ছিল না। কী কারণে, কেন তুলে নিয়ে গেল জানি না। তিনি এখনো আশাবাদী সন্তান তার বুকে ফিরে আসবে।

এ ঘটনায় তিনি কোনো মামলা করেননি। নিরুপায় হয়ে অনেকবার প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। তারপরেও তার খোঁজ পাওয়া যায়নি।

এ ব্যাপারে নিখোঁজ মো. আব্দুল্লাহ, জয়নাল ও জাহেদ হোসেনের পরিবার প্রশাসনের কাছে নিখোঁজদের ফিরে পেতে আকুল আবেদন জানিয়েছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পুলিশের উপপরিদর্শকের ছেলেকে গুলি করে হত্যা: এসআই শাহাদাৎ রিমান্ডে

পুলিশের উপপরিদর্শকের ছেলেকে গুলি করে হত্যা: এসআই শাহাদাৎ রিমান্ডে

বন্যায় ইউরোপজুড়ে নিহত ৮

বন্যায় ইউরোপজুড়ে নিহত ৮

বাংলাদেশের যেসব বিষয়ে নিয়ে আলোচনা করলো মার্কিন প্রতিনিধিদল

বাংলাদেশের যেসব বিষয়ে নিয়ে আলোচনা করলো মার্কিন প্রতিনিধিদল

ডেঙ্গুতে মৃত্যু আরো ১ জনের

ডেঙ্গুতে মৃত্যু আরো ১ জনের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App