×

এই জনপদ

বৃহত্তর ময়মনসিংহবাসীর আস্থার জায়গা প্রিন্স

Icon

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 বৃহত্তর ময়মনসিংহবাসীর আস্থার জায়গা প্রিন্স

রুহুল আমীন খান, ময়মনসিংহ থেকে : দলের দুঃসময়েও যিনি সবসময় এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে ছিলেন বিএনপি নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স। মানবিক মানুষ হিসেবে সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাট উপজেলার কৃতী সন্তান সৈয়দ এমরান সালেহ প্রিন্স দলমত সবকিছুর ঊর্ধ্বে থেকে বৃহত্তর ময়মনসিংহবাসীর ভালোবাসা কুড়িয়েছেন। তার গুণের বলেই তিনি দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক থেকে যুগ্ম মহসচিব হয়েছেন।

জানা যায়, এমরান সালেহ প্রিন্স দক্ষ ও বুদ্ধিভিত্তিক নেতা হওয়ায় দলটির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত প্রিয়ভাজন। বিগত সময়ে অত্যাচার জেল-জুলুম, নির্যাতনে কত নির্ঘুম রাত কাটিয়েছেন তার হিসাব নেই। নিকট অতীতের ভয়াবহ সংগ্রামকালীন ছাত্র-জনতার এক দফা আন্দোলনে আওয়ামী লীগ সরকারের পতন নিশ্চিত, এ ধারণা থেকে তিনি এক বিন্দুও সরেননি। এরপর দুঃশাসনের অবসান হয়েছে।

এমরান সালেহ প্রিন্সের গণতান্ত্রিক ও সৃজনশীল নেতৃত্বের প্রতি পুরোটাই আস্থাশীল ময়মনসিংহ বিভাগের তৃণমূল বিএনপি। ময়মনসিংহ নগরীর প্রতিটি ওয়ার্ড ও পাড়া-মহল্লায় অকুতোভয় সৈনিক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এমরান সালেহ প্রিন্সের নিষ্ঠাবান নেতৃত্বে ময়মনসিংহ বিএনপি আজ ঐক্যবদ্ধ।

নগরীর নওমহল এলাকার যুবদল কর্মী গোলাম সারোয়ার টুটুলের মতে, প্রিন্সের দীর্ঘ বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে কখনো তিনি একজন কর্মী, আবার কখনো অভিভাবকের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তৃণমূল কর্মীদের জন্য প্রতি মমত্ববোধ, সবার খোঁজখবর নেয়াসহ নিরলস পরিশ্রম আজ তাকে এ পর্যায়ে নিয়ে এসেছে। আমাদের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ারও পরিক্ষিত নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স। ময়মনসিংহ নগর বিএনপি কিংবা জেলা বিনপির নেতাকর্মীরা তার গঠনতান্ত্রিক নেতৃত্বের প্রতি বিশ্বস্ত।

প্রিন্সের শৈশবে বেড়ে উঠার স্থান ময়মনসিংহ জেলার সীমান্তবর্তী এলাকা হালুয়াঘাটের আপামর জনগণ বিপদে-আপদে সবসময় কাছে পাওয়ায় তাকে রেখেছেন আস্থার জায়গায়।

হালুয়াঘাট বিএনপির নেতা আব্দুল হাকিম বলেন, হালুয়াঘাট ও পার্শ্ববর্তী উপজেলা ধোবাউড়া মিলে একটি সংসদীয় আসন। এই আসনটি বরাবরই বিএনপির ঘাঁটি হিসেবে পরিচিত। অথচ অবাধ নিরপেক্ষ নির্বাচনের অনুকূল পরিবেশ ছিল না বলে বিগত ১৬টি বছর অবৈধভাবে আওয়ামী লীগ রাজত্ব করেছে। আমাদের নেতা এমরান সালেহ প্রিন্স এই আসনের যোগ্য প্রার্থী। আগামী নির্বাচনের পরিবেশ তৈরি হলে আমরা তাকে বিপুল ভোটে নির্বাচিত করব।

রাজনৈতিক আলাপচারিতায় সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, আমাদের আন্দোলন বৃথা যায়নি। দীর্ঘসময় রাজপথে আন্দোলন করেছি। জেল-জুলুম নির্যাতন সহ্য করেছি। কিন্তু আমরা পিছু হটিনি। আমাদের নেতা তারেক রহমানের বলিষ্ঠ নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করেছি। ছাত্র-জনতার এক দফা আন্দোলনের সঙ্গে একাত্মতা পোষণ করে জীবন বাজি রেখে স্বৈরাচার জালিম সরকারকে উৎখাত করেছি। বৃহত্তর ময়মনসিংহের সন্তান হিসেবে যে কোনো পরিস্থিতি মোকাবিলায় জনগনের পাশে ছিলাম ভবিষ্যতেও থাকব।

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার দেশের রাজনৈতিক পরিবেশ ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে কাজ করে যাচ্ছে। এই সরকার নির্দিষ্ট সময়ের পর যথাসময়ে নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এর আগে নির্বচনী সংস্কার, প্রশাসন নিরপেক্ষকরণ, জাতির সামনে রোড ম্যাপ ঘোষণাসহ যাবতীয় কার্যাবলী সম্পন্ন করবেন বলে আমরা আশা রাখি।

তিনি বলেন দলবাজি, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি এগুলো আওয়ামী রাজনৈতিক সস্কৃতি। বিএনপির রাজনৈতিক অভিধানে এসবের স্থান নেই। যারা বিএনপির নাম ভাঙিয়ে অনৈতিক কাজ করবে তাদের সরাসরি বহিষ্কার করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

যেসব ফল একসঙ্গে খেলে বিপদ

যেসব ফল একসঙ্গে খেলে বিপদ

সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে ১৭ মামলা

সালমান এফ রহমানসহ ২৮ জনের বিরুদ্ধে ১৭ মামলা

অভিনব কায়দায় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

অভিনব কায়দায় বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা বাংলাদেশের

লুতিজুরী পানজুমের সহস্রাধিক পানগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

লুতিজুরী পানজুমের সহস্রাধিক পানগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App