মধ্যনগরে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মধ্যনগর (সুনামগঞ্জ) প্রতিনিধি : জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী ও শোক দিবস উপলক্ষে গতকাল বৃহস্পতিবার মধ্যনগর উপজেলা আওয়ামী যুবলীগের উদ্যোগে আলোচনাসভা, দোয়া মাহফিল ও তবারক বিতরণ করা হয়েছে। বিকাল ৪টায় মধ্যনগরের বংশীকুন্ডাতে অনুষ্ঠিত এ আলোচনা সভায় উপজেলা আওয়ামী যুবলীগের যুগ্মসাধারণ সম্পাদক মেহেদী হাসান উজ্জ্বলের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সদস্য রাসেল আহমদ, বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক এনামুল হক এনাম, সদস্য সাজেদা আহমেদ, উপজেলা যুবলীগের ধর্মবিষয়ক সম্পাদক সারোয়ার আলম, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক রবীন্দ্র চন্দ্র সরকার, সদস্য শাহজাহান মিয়া, উপজেলা যুবলীগের সদস্য দেবল চন্দ্র সরকার, আশ্রাফুল আলম, তৌহিদ মিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য অমিত হাসান, বংশীকুন্ডা দক্ষিণ ইউনিয়ন শাখার যুগ্ম আহ্বায়ক আল আমিন, সুুনামগঞ্জ জেলা ছাত্রলীগের উপছাত্রবৃত্তি-বিষয়ক সম্পাদক জহির রায়হান প্রমুখ।