রাঙ্গুনিয়া
সাবেক তথ্যমন্ত্রীর ভাইয়ের দখলে থাকা জমি উদ্ধার
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : সাবেক তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদের ভাই এরশাদ মাহমুদের দখলে থাকা বন বিভাগের ১০০ একর জায়গা উদ্ধার করা হয়েছে। গত সোমবার থেকে বুধবার সন্ধ্যা পর্যন্ত ৩ দিনে চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের সদর রেঞ্জ ও খুরুশিয়া রেঞ্জের যৌথ অভিযান চালিয়ে একাধিক মাছের ঘের, গরু-গয়ালের খামার, মাল্টা বাগান ও বিনোদন পার্কের রেস্টুরেন্টের একাধিক স্থাপনা উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়।
বন বিভাগ সূত্রে জানা যায়, ১৬ বছর আগে প্রভাব খাটিয়ে চট্টগ্রামের রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নে বন বিভাগের প্রচুর মূল্যবান জায়গা দখলে নেন এরশাদ মাহমুদ। এখানে গরু-গয়াল খামার, মাছের ঘের (পুকুর), বিনোদন পার্ক ও মাল্টা বাগানসহ বিভিন্ন প্রকল্প গড়ে তোলেন।
খুরুশিয়া রেঞ্জ কর্মকর্তা আশরাফুল ইসলাম বলেন, বন বিভাগকে জিম্মি করে বনের জায়গা দখল করেন এরশাদ মাহমুদ। তার দখলে থাকা সব জায়গা দখলমুক্ত করা হবে এবং উদ্ধার করা জায়গায় বনায়ন করা হবে।