রাজাপুর
২০ দফা দাবিতে কৃষি কর্মকর্তাদের কর্মসূচি
প্রকাশ: ৩০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
মো. নাঈম হাসান ঈমন, ঝালকাঠি (শহর) থেকে : ‘ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আমাদের লক্ষ্য কৃষি ও কৃষকের সেবায় ডিপ্লোমা কৃষিবিদদের ঐক্য গড়তে হবে বৈষম্যহীন ও দুর্নীতিমুক্ত প্রশাসন’ এ সেøাগানে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির রাজাপুরের কৃষি কর্মকর্তারা ২০ দফা দাবি জানান।
গতকাল বৃহস্পতিবার দুপুরে ডিপ্লোমা এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডি-এ্যাব) রাজাপুর শাখার আয়োজনে রাজাপুর উপজেলা কৃষি অফিসের সামনে তারা ২০ দফা দাবি তুলে ধরেন। এ সময় উপস্থিত ছিলেন রাজাপুর উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মোহাম্মদ মেহেদী হাসান, উপসহকারী কৃষি অফিসার, পলাশ হালদার, মো. মেহেদী হাসান খান প্রমুখ।