×

এই জনপদ

রপ্তানি হচ্ছে বিদেশে

কালীগঞ্জে কঁাঁকরোল চাষ করে লাভবান কৃষক

Icon

প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

 কালীগঞ্জে কঁাঁকরোল চাষ  করে লাভবান কৃষক

কালীগঞ্জ (গাজীপুর) প্রতিনিধি : কালীগঞ্জ উপজেলার নাগরী ইউনিয়নের বির্তুল গ্রামে কোনো প্রকার বালাইনাশক ছাড়াই বিভিন্ন কৃষিপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কাঁকরোল চাষ করছেন কৃষকরা। ওই গ্রামের চাষ করা কাঁকরোলের ব্যাপক চাহিদা রয়েছে। রাজধানীসহ দেশের আশপাশের বাজারগুলোর চাহিদা মিটিয়েও রপ্তানি হচ্ছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে। এছাড়া বির্তুল গ্রামটি হচ্ছে বিষমুক্ত নিরাপদ সবজির গ্রাম।

জানা গেছে, উপজেলার নাগরী ইউনিয়নের বালু নদী তীরবর্তী গ্রাম বির্তুল। ঢাকার লাগোয়া উপজেলার এ গ্রামের নিরাপদ সবজির চাহিদা দেশজুড়ে। বিশেষ করে এ গ্রামে চাষ করা কাঁকরোল উৎপাদন আশপাশের গ্রামের চাষিদের অনুপ্রেরণা জোগাচ্ছে। কাঁকরোল চাষে গ্রামটির চাষিদের সফলতায় একই ইউনিয়নের গাড়ারিয়া, বাগদী, পারওয়ান এবং পানজোরা গ্রামের চাষিরাও বিষমুক্ত সবজি কাঁকরোল চাষ করছেন।

স্থানীয় কৃষি অফিসের তথ্য বলছে, টারজান ফেরোমান ফাঁদ, সেক্স ফেরোমান ফাঁদ, হলুদ স্টিকি ট্র্যাপ, হাত পরাগায়ন, আইপিএ প্রযুক্তি, ব্যাগিং, সুস্থ ও ভালো বীজ, সুষম সার, মালচিং, ভার্মি কম্পোস্ট এবং জৈব বালাইনাশকের মাধ্যমে ওই গ্রামগুলোতে নিরাপদ সবজি কাঁকরোল চাষ হচ্ছে।

কৃষির সঙ্গে সংশ্লিষ্টরা জানান, শুধু নিরাপদ সবজির গ্রাম নয়, উপজেলার প্রতিটি ইউনিয়নে অন্তত একটি নিরাপদ সবজি বাজার করা জরুরি। তাহলে কৃষকরা সিন্ডিকেটের বাইরে গিয়ে ন্যায্য মূল্যে সবজি বিক্রি করতে পারবে বলেও তিনি মনে করেন।

কথা বির্তুল গ্রামের নিহার চন্দ্র দাস, রমেশ চন্দ্র দাস ও জোবায়েল ভূঁইয়াসহ কয়েকজন কাঁকরোল চাষির সঙ্গে। তারা জানান, কাঁকরোলের চাহিদা থাকায় পাইকাররা বাড়ি থেকে কিনে নিয়ে যাচ্ছেন। এতে বাজারে নিয়ে যাওয়ার ঝামেলা থাকছে না। যাতায়াত খরচও কমে যাচ্ছে। এতে আমাদের লাভের পরিমাণ বেড়েছে বলেও জানান কৃষকরা।

কালীগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আক্তারুজ্জামান বলেন, দেশের বাইরের চাহিদার কথা চিন্তা করে মাঠপর্যায়ের কৃষি কর্মকর্তারা কৃষকদের পরামর্শ দিয়ে যাচ্ছি এবং বিভিন্ন সহযোগিতা করছে।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ফারজানা তাসলিম বলেন, উপজেলার সম্ভাবনাময় ফসল কাঁকরোল। কারণ এটি মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে রপ্তানি করা হচ্ছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের জন্য সুখবর

ঢাবি অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের জন্য সুখবর

ঠিকানা বদল করছেন দীপিকা-রণবীর

ঠিকানা বদল করছেন দীপিকা-রণবীর

হাসানের তিন শিকারে দারুণ সকাল বাংলাদেশের

হাসানের তিন শিকারে দারুণ সকাল বাংলাদেশের

আন্দোলনের সময় হওয়া মামলা তুলে নেয়ার দাবি শিক্ষার্থীদের

আন্দোলনের সময় হওয়া মামলা তুলে নেয়ার দাবি শিক্ষার্থীদের

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App