জামালপুর হাসপাতাল
তিন কর্মচারীর অপসারণ দাবিতে কর্মবিরতি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৪, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
সাইমুম সাব্বির শোভন, জামালপুর থেকে : জামালপুর জেনারেল হাসপাতালের প্রশাসনিক কার্যালয়ের আবু হান্নান, হাবিবুর রহমান ও আব্দুল ওয়াদুদ এই তিন কর্মচারীর অপসারণের দাবিতে মানববন্ধন ও কর্মবিরতি পালন করেছেন সব নার্সিং কর্মকর্তা-কর্মচারী।
গতকাল বুধবার দুপুরে জেনারেল হাসপাতাল চত্বরে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে সব নার্সিং কর্মকর্তা এবং তৃতীয় ও চতুর্থ শ্রেণির কর্মচারীরা এ মানববন্ধনে অংশ নেন। এ সময় তারা এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন।
আবু হান্নান জেনারেল হাসপাতালের প্রশাসনিক কার্যালয়ের প্রধান সহকারী ও হাবিবুর রহমান অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এবং আব্দুল ওয়াদুদ স্টেনো টাইপিস্ট পদে দায়িত্ব পালন করছেন। আবু হান্নান ও হাবিবুর রহমান সহোদর ভাই বলে জানা যায়।
ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বক্তব্য দেন সেবা তত্ত্বাবধায়ক লাইলী বেগম, সিনিয়র স্টাফ নার্স শামছুন নাহার, ফার্মাসিস্ট মোবারক হোসেনসহ আরো অনেকে।
এ সময় বক্তরা বলেন, হাসপাতালে আবু হান্নান, হাবিবুর রহমান ও আব্দুল ওয়াদুদ মিলে একটি চক্র গড়ে তুলেছেন। তারা তিন জনই অসৎ ও দুর্নীতিবাজ। নার্স ও কর্মচারীদের সব ছুটির অনুমোদন, সরকারি কর্মচারীদের সাধারণ ভবিষ্যৎ তহবিল থেকে ঋণ নেয়ার সময় এবং কোনো নার্স-কর্মচারী বদলি, যোগদানের ক্ষেত্রে তাদের ঘুষ দেয়া ছাড়া কাজ করেন না। এভাবে নানা অনিয়ম করে তারা তিনজনই গড়ে তুলেছেন সম্পদের পাহাড়, হয়েছেন কোটি কোটি টাকার মালিক। এমন দুর্নীতিবাজ কর্মচারীদের অপসারণের দাবি জানিয়েছেন বক্তারা। অন্যথায় তারা টানা কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেন।
অভিযুক্ত আবু হান্নান বলেন, কয়েকদিন থেকে আমার বদলি নিয়ে আন্দোলন করছে। আমি আর ওই হাসপাতালে থাকব না। আমি নিজেই বদলির জন্য চেষ্টা করছি।
এ বিষয়ে জামালপুর জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহফুজুর রহমান সোহান বলেন, তিনজনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। সেটি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজনে আনা হয়েছে। এখন প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।